ব্যুরো নিউজ, ২ অক্টোবর :ইস্টবেঙ্গলের কোচ পদে পরিবর্তনের গুঞ্জন চলছে। বর্তমান কোচ কার্লেস কুয়াদ্রাতের পদত্যাগের পর, ক্লাবটি নতুন কোচ নিয়োগের জন্য একাধিক সম্ভাব্য নামের তালিকা তৈরি করেছে। তালিকায় রয়েছেন প্রাক্তন কেরালা ব্লাস্টার্স কোচ ইভান ভুকোমানোভিচ এবং ভারতীয় ফুটবলে সফল কোচ আলবার্তো রোকাও। এছাড়া, বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজোর নামও উঠে এসেছে।
সিবিআইয়ের নজরে পার্থ চট্টোপাধ্যায়ঃ প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতারের পরিকল্পনা
একাধিক সম্ভাব্য নামের তালিকা
চলতি বছরের দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপ্তির স্বীকৃতি পাচ্ছেন মিঠুন চক্রবর্তী
অস্কার ব্রুজোর ভারতে কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে । বাংলাদেশ ফুটবলে তার সাফল্য নতুন আশা জাগাচ্ছে ইস্টবেঙ্গল শিবিরে। সূত্রের খবর, যদি সবকিছু ঠিকঠাক চলে, তাহলে চলতি সপ্তাহেই তার সঙ্গে চুক্তি সম্পন্ন হতে পারে। অন্যদিকে, দিমাস দেলগাডো এবং কার্লোস জিমিনেজের মতো খেলোয়াড়দেরও নিয়ে আলোচনা চলছে।
ভারত-পাকিস্তানের বাগ্যুদ্ধঃকাশ্মীর ও সন্ত্রাসের অশান্ত আলোচনায় উত্তেজনা
গত মৌসুমে ইস্টবেঙ্গলের হার হ্যাটট্রিক করার পর কুয়াদ্রাতের পদত্যাগ হয়। যা লাল-হলুদ সমর্থকদের কাছে এক অবিশ্বাস্য ঘটনা। বর্তমানে বিনো জর্জ অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। এখন জামশেদপুরের বিরুদ্ধে আসন্ন ম্যাচে দলের নতুন কোচ নিয়োগের প্রক্রিয়ার দিকে বিশেষ দৃষ্টি রাখা হচ্ছে।