আন্তোনিও লোপেজ হাবাসের

ব্যুরো নিউজ ২৮ অক্টোবর : গত মরশুমে ইস্টবেঙ্গল ছিল আন্তোনিও লোপেজ হাবাসের অন্যতম প্রতিপক্ষ। তবে এবার তিনি আই লিগে কোচিং করছেন এবং লাল-হলুদকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখছেন। হাবাসের মতে, ইস্টবেঙ্গলকে ডার্বির প্রতি বাড়তি গুরুত্ব দেওয়া বন্ধ করতে হবে।

কালীপুজোর প্রস্তুতি, কাঞ্চন মল্লিকের বাড়িতে বিশেষ আয়োজন

কি কি বললেন হাবাস ?

তিনি বলেন, “ডার্বি সবকিছু নয়। এই ম্যাচ থেকে সর্বোচ্চ তিন পয়েন্টই পাওয়া যায়।” তিনি আরও উল্লেখ করেন, মোহনবাগান ছাড়াও মুম্বই সিটি এফসি, ওড়িশা এফসি, কেরালা ব্লাস্টার্স, হায়দরাবাদ এফসি ইত্যাদি দলের সঙ্গে সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন।ইস্টবেঙ্গলের ব্যর্থতার পিছনে মাঠে নেতৃত্বের অভাবকেই কারণ হিসাবে দেখছেন অনেকে। হাবাস বলেন, “নেতা তৈরি করা যায় না, নেতৃত্ব দলের মধ্য থেকেই উঠে আসে।” তিনি উল্লেখ করেছেন, ক্লেটন সিলভার ফর্মে না থাকার বিষয়টি তাদের ব্যর্থতার একটি কারণ।অন্যদিকে, ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো দলকে সাফল্যের পথে ফেরাতে চেষ্টা করছেন। টানা আট ম্যাচ হারার পর, এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পারো এফসির বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে তারা প্রথম পয়েন্ট অর্জন করেছে। তবে সেই ম্যাচেও ডিফেন্সের ভুল এবং ফরোয়ার্ডদের গোল নষ্ট করার কারণে চাপ বাড়ছে।

দেবের বলিউডে আগমনের গুঞ্জন, টেক্কা’র সাফল্যে আনন্দের ঢেউ

অস্কার রবিবার সকালে থিম্পুর আরটিসি গ্রাউন্ডে এক ঘণ্টা দেড়েক অনুশীলনে সমস্যাগুলোর সমাধানের ওপর জোর দেন। পারোর বিরুদ্ধে খেলা ফুটবলাররা মূলত রিকভারি করেন এবং বাকিদের দুটি দলে ভাগ করে ম্যাচ খেলার সুযোগ দেন। মঙ্গলবার ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ হবে বসুন্ধরা কিংস, যেখানে অস্কার কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

https://www.youtube.com/live/8JXgwZbsoyw?si=rQC8K7HuO_bzkghR

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর