ইস্টবেঙ্গলের কাছে বড় চ্যালেঞ্জ

ব্যুরো নিউজ ২৬ অক্টোবর : দীর্ঘ বিরতির পর এএফসি প্রতিযোগিতায় ফিরে ইস্টবেঙ্গলের জন্য প্রতিটি ম্যাচ এখন নতুন পরীক্ষার মতো। শিরোপা দৌড়ে ভালো ফলের আশায় থাকলেও, আগের ম্যাচগুলির ধারাবাহিক হারের পর ফুটবলারদের ফর্ম ও মানসিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। টানা খেলার ক্লান্তিও দলকে ভাবাচ্ছে, বিশেষত, ডার্বির পর একদিন বিরতি পেয়ে ভুবনেশ্বর থেকে থিম্পু পৌঁছায় দল।

ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাব কাটলেও কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

 টিম ম্যানেজমেন্ট জানিয়েছে,

সাড়ে সাত হাজার ফুট উঁচুতে কৃত্রিম ঘাসের মাঠে পারো এফসি-র মুখোমুখি হতে যাচ্ছে ইস্টবেঙ্গল, সামনে একাধিক চ্যালেঞ্জ। শেষ আট ম্যাচে টানা হার, নতুন কোচ অস্কার ব্রুজোর বেঞ্চে থাকা নিয়ে অনিশ্চয়তা এবং ঠান্ডা আবহাওয়া— সব মিলিয়ে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে ক্লেটন সিলভা, আনোয়ার আলিদের। শুক্রবার কোচ অস্কার ব্রুজো আরইসিসি অনুমোদনের সমস্যায় সাংবাদিক সম্মেলনে অনুপস্থিত ছিলেন, তবে টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, বেঞ্চে বসতে বা কোচিং করাতে তার কোনো বাধা নেই। পারো এফসি-র বিপক্ষে মাঠে থাকবেন তিনিই।দলের অন্যতম অধিনায়ক মহেশ সিং জানিয়েছেন, পাহাড়ি মাঠে খেলা তার কাছে নতুন কিছু নয়, তবে অন্যান্যদের জন্য এটি চ্যালেঞ্জ হতে পারে। চোটের জন্য শেষ দুই ম্যাচে না খেলা মহেশের পারো ম্যাচে খেলা নিয়েও রয়েছে সন্দেহ। বিনো জর্জের দাবি অনুযায়ী, দলের সবাই খেলার জন্য প্রস্তুত এবং কৃত্রিম ঘাসের মাঠে খেলা নতুন হলেও তারা প্রতিপক্ষকে সম্মান জানিয়ে নিজেদের পরিকল্পনামাফিক খেলতে প্রস্তুত।

গোয়ায় চলচ্চিত্র উৎসবে বাংলার কোন ৩টি  ছবি রয়েছে জানুন

ইস্টবেঙ্গলের হাতে মাত্র ছয় বিদেশি থাকায় কিছুটা চিন্তিত হলেও, কোচ অস্কার আশাবাদী, এই টুর্নামেন্ট তাদের উন্নতির সুযোগ করে দেবে। তার লক্ষ্য এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো, এবং ভারতীয় ক্লাব হিসেবে সম্মানের সঙ্গে নিজেদের অবস্থান তৈরি করা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর