ব্রিগেডে

ব্যুরো নিউজ, ৩০ নভেম্বর: DYFI-এর ব্রিগেডে সমাবেশ নিয়ে জটিলতা! জটিলতার আসল কারণ কী?

আগামী ৭ জানুয়ারি ব্রিগেডে সমাবেশ করার ডাক দিয়েছে ডিওয়াইএফআই। আর তা নিয়েই তৈরি হয়েছে জটিলতা।

রাস উৎসবে প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা | কাঠামো-সহ প্রতিমা চাপা পড়ে আহত ৩

গত ৩ নভেম্বর বাম যুব সংগঠন ডিওয়াইএফআই কোচবিহার থেকে ‘ইনসাফ যাত্রা’ শুরু করে। বাকি জেলা ঘুরে ৭ জানুয়ারি সমাপ্তি সমাবেশ হওয়ার কথা ব্রিগেডে। তবে প্রজাতন্ত্র দিবসের মহড়া কুচকাওয়াজ রয়েছে ৭ জানুয়ারি। তা হবে রেড রোড ও ব্রিগেডে। সেই অনুষ্ঠানে থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আবার ওই দিনই রয়েছে কলকাতা পুলিশের ম্যারাথন দৌড়। এই পরিস্থিতিতে তৈরি হয়েছে জটিলতা।

এক দিকে সেনাবাহিনীর কুচকাওয়াজ, অন্য দিকে কলকাতা পুলিশের ম্যারাথন দৌড় একইদিন জোড়া কর্মসূচির জন্য অনুমতি দেওয়া হয়নি মিনাক্ষীদের। তাই জনসভার সময় বদলে বুধবার নতুন করে ফোর্ট উইলিয়ামে আবেদনপত্র জমা দিয়েছে ডিওয়াইএফআই। বুধবার সিপিএম রাজ্য দফতরে সাংবাদিক বৈঠকে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘‘যুবরা নতুন করে হলফনামা দিয়েছে। আমরা চাইব, যাতে সমাবেশ করতে বাধা না দেওয়া হয়।’’

সিপিএমের যুব সংগঠনের তরফে সভা শুরুর সময় কিছুটা পিছিয়ে নতুন করে আবেদন জমা দেওয়া হয়। তা নিয়ে আগামী মঙ্গলবার  অথবা বুধবার ফোর্ট উইলাম কর্তৃপক্ষের সঙ্গে তাদের বৈঠক হতে পারে বলে জানা গিয়েছে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর