durgapuja-women-safety-railways-measures

ব্যুরো নিউজ,৯ অক্টোবর:দুর্গাপুজোর সময় মহিলাদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। কলকাতার আরজি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনায় রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছে। এই আবহে, জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবং রেল স্টেশনে মহিলাদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

চলতি বছরের দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপ্তির স্বীকৃতি পাচ্ছেন মিঠুন চক্রবর্তী

৩৩৫ জনকে গ্রেফতার

পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, অক্টোবর মাসের প্রথম ছয় দিনে চারটি শাখায় মহিলাদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে ৩৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে শিয়ালদা শাখায় ১৭৮ জনকে আটক করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জরিমানা বাবদ ২৩ হাজার ২০০ টাকা আদায় করা হয়েছে।রেলের তরফে জানানো হয়েছে, দুর্গাপুজো উপলক্ষে শিয়ালদা, হাওড়া, মালদা এবং আসানসোল ডিভিশনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। বিশেষ বাহিনী মোতায়েন করে “অপারেশন উওমেন সেফটি” চালানো হচ্ছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে এবং মহিলাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ব্যাপক চর্চা শুরু হয়েছে।

নেপালে পর্বতারোহণে মর্মান্তিক দুর্ঘটনাঃ রাশিয়ার ৫ অভিযাত্রীর মৃত্যু

মহিলারা অভিযোগ জানিয়েছেন যে রেল স্টেশনে বাড়তি ভিড়ের কারণে তাদের সঙ্গে অশ্লীল আচরণ করা হচ্ছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সাদা পোশাকের পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তাদের দিয়ে পরিস্থিতি নজরদারি করবে।নিরাপত্তার এই উদ্যোগগুলো সত্ত্বেও মহিলাদের জন্য এখনও এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নিরাপত্তাহীনতা। তাই, এই বিষয়ে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা  রয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর