Durga Puja Ashtami Anjali 2024 image

ব্যুরো নিউজ,১২ সেপ্টেম্বর :দুর্গা পুজোর সময় বাঙালির আবেগ বরাবরের মতোই চরমে। প্রতি বছর, দুর্গা পুজোর সময় অষ্টমীর অঞ্জলী দেওয়ার জন্য মণ্ডপে ভক্তদের প্রচণ্ড ভিড় জমে। কিন্তু এবার অষ্টমীর অঞ্জলীর সময়সূচি নিয়ে কিছু পরিবর্তন ঘটেছে, যা নিয়ে অনেকের মনে প্রশ্ন উঠছে।

“রোহমান-সুস্মিতা সম্পর্কের রহস্য: বান্দ্রার স্বাস্থ্যকেন্দ্রের বাইরে নতুন চমক”

অষ্টমীর অঞ্জলি কত ভোরে ?

পুজোতে বাংলা ছবির ত্রিমুখী যুদ্ধ: ‘বহুরূপী’, ‘টেক্কা’ ও ‘শাস্ত্রী’!

এই বছর অষ্টমী ও নবমী একই দিন পড়েছে, ফলে দুটো পুজোর মাঝেই অঞ্জলীর আয়োজন করা হবে। অষ্টমীর সন্ধিপুজো এবার সাতসকালে অনুষ্ঠিত হবে। অঞ্জলী দিতে হবে সন্ধিপুজোর আগে। ১১ অক্টোবর সকালে নির্ধারিত অষ্টমীর সন্ধিপুজো হবে, যা কিছু ঘণ্টার মধ্যে শেষ হয়ে যাবে। গুপ্ত প্রেস পঞ্জিকা অনুযায়ী, অষ্টমীর পুজো সকাল ৯টা ২৭ মিনিটের মধ্যে শেষ হবে, তাই অঞ্জলী সন্ধিপুজোর আগেই সম্পন্ন করতে হবে।

নতুন i phone 16: পূজার আনন্দে টেকনোলজির নতুন ছোঁয়া!

তবে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার হিসেবে সন্ধিপুজো বেলা ১১টা ৪৩ মিনিটে পড়েছে। এই পঞ্জিকা অনুযায়ী, পুজো চলবে চার দিন ধরে।এবারের পরিবর্তিত সময়সূচি ও পঞ্জিকার হিসেব অনুযায়ী, ভক্তদের একটু তাড়াতাড়ি প্রস্তুতি নিতে হবে। পুজো মণ্ডপে গিয়ে অষ্টমীর অঞ্জলী দেওয়ার আগে সঠিক সময় জানা খুবই গুরুত্বপূর্ণ, যাতে আপনার পুজো যথাযথভাবে সম্পন্ন হয়।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর