dry hair photo

ব্যুরো নিউজ, ১০ আগস্ট:আমরা আমাদের শরীরে মুখের ত্বক নিয়ে খুবই সচেতন। নানাবিধ কাজের কারণে আমরা আমাদের চুলের যত্ন নিতে পারি না।এর ফলে চুল হয়ে যায় রুক্ষ।সুন্দর চুল পেতে আমরা কে না পছন্দ করি। বাইরের ধুলো ময়লা রোদের তাপ লেগে আমাদের চুলগুলো রুক্ষ শুষ্ক হয়ে পড়ে। যা আমরা হাজার চেষ্টা করার পরও তার জেল্লা ফিরিয়ে আনতে পারিনা। তাই জেনে নিন কিভাবে সঠিক পদ্ধতিতে চুলের সৌন্দর্য বাড়াবেন।

এটিকে শুকনো চুলেই করতে হবে

পুঁই শাকের বিশেষ গুণ জানলে আপনি অবাক হবেন

অতি সহজ উপায় চুলের জেল্লা বাড়ান এই প্রক্রিয়ায় তবে ভিজে চুলে করলে হবে না, এটিকে শুকনো চুলেই করতে হবে। অল্প অল্প চুল নিয়ে ভাগ করে ভালো ভাবে আছড়ে নিন। এরপর টক দই চুলে ব্যবহার করুন। এরপর আধঘন্টা রাখুন মাথায়।তারপর মাইল্ড অর্থাৎ হালকা ক্ষারযুক্ত শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে ফেলুন। অবশ্যই বাড়িতে পাতা টক দই ব্যবহার করবেন।।এতে আপনার রুক্ষ চুল এবং ডগা ফাটা চুল অনেকটাই ঠিক হয়ে যাবে। সপ্তাহে দুদিন ব্যবহার করুন দেখবেন আপনার চুল হয়ে উঠবে ঘন এবং চকচকে।

RG Kar Case: মাথায় হাত কোন “দাদার”!আরজি কর ঘটনায় ধৃত সঞ্জয়কে ঘিরে বাড়ছে রহস্য

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর