droupadi murmu with rajjopal conversistion photo

ব্যুরো নিউজ,২২ আগস্ট:আরজিকরের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষ উত্তাল। সারা দেশ জুড়ে প্রতিবাদে নেমেছে মানুষ। আরজি করে তরুনী চিকিৎসক মৃত্যুর ঘটনায় আলোচনা করতে দিল্লি উড়ে যান পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুএবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখর এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কি হয়েছে তা নিয়ে কিছু না জানা গেলেও সূত্র মারফত জানা গিয়েছে যে রাজ্যপাল সি ভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ঘটনা অর্থাৎ আরজিকরের তরুণী চিকিৎসক মৃত্যুর ঘটনার একটি রিপোর্ট জমা দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে।

কলকাতার নিউজ ওয়েবসাইট হ‍্যাক, ধ্বংস করে দেওয়ার হুমকি বাংলাদেশী জঙ্গিদের, ধ্বংস করে দেওয়ার হুমকি বাংলাদেশী জঙ্গিদের

রাজভবনে কন্ট্রোলরুম

যা জেনেছি, পরে বলবো সিলবন্ধ খামে মুখ‍্যমন্ত্রীকে সেই তথ্য পাঠাচ্ছেন রাজ‍্যপাল

সাক্ষাতের পাশাপাশি নারীদের নিরাপত্তা ,সুরক্ষা এবং সমগ্র রাজ্যবাসীর নিরাপত্তা এবং সুরক্ষার কথা মাথায় রেখে রাজভবনে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। রাজভবনের ওই কন্ট্রোলরুমে ফোন করলে রাজ্যবাসী তাদের মতামত এবং যেকোনো সাহায্য চাইতে পারবেন। ওই কন্ট্রোল রুম থেকে প্রথম ফোনটি করা হয় আর জি কর কাণ্ডের মৃত তরুণী চিকিৎসকের বাবাকে। এবং ওই ফোনটি করেন রাজ্যপাল নিজে। রাজ্যপাল ফোনে মৃত চিকিৎসকের বাবাকে আশ্বাস দিয়েছেন যে আমরা সবাই আপনার পাশে আছি আপনি অবশ্যই ন্যায় পাবেন। আমি এখন দিল্লিতে রয়েছি। এখানে সব নেতাদের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করছি। তার সাথে সাথে তিনি এও জানান যে সুবিধা করে তিনি মৃত তরুণী চিকিৎসকের বাড়িতে তার বাবার সঙ্গে দেখা করতে যাবেন। রাজভবনের ওই কন্ট্রোলরুমের ফোন নাম্বার হল ০৩৩ ২২০০১৬৪১ এবং ৯২৮৯০১০৬৮২।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর