রঙের উৎসবে সৈকত ভ্রমণে যাওয়ার কথা ভাবছেন?

ব্যুরো নিউজ,৮ মার্চ:আর মাত্র ক’টা দিন, তারপরই দোলযাত্রা! ১৪ মার্চ ২০২৫, শুক্রবার দোল উৎসব, তার পরদিন হোলি, আর তার ঠিক পরের দিন রবিবার। অর্থাৎ, টানা তিনদিন (১৪-১৬ মার্চ) ছুটির মজা! এই সুযোগে দিঘা, মন্দারমণি, তাজপুর বা শঙ্করপুর ঘুরে আসার পরিকল্পনা করছেন? যেতে পারেন, তবে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে, নইলে আনন্দ বদলে যেতে পারে সমস্যায়!

হোলি-দোল উৎসবের আগেই পারদ ঊর্ধ্বমুখী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে গরম বৃদ্ধি

সতর্ক স্থানীয় প্রশাসন ও পুলিশ

প্রতি বছরই দোল-হোলির সময় সৈকত শহরগুলিতে পর্যটকদের ঢল নামে। তবে, অনেকেই আনন্দের উচ্ছ্বাসে মাত্রা ছাড়িয়ে ফেলেন। মদ্যপান করে সমুদ্রে নামা, অন্যদের বিরক্ত করা বা অশালীন আচরণ করার ঘটনা প্রায়শই শোনা যায়। এই বিশৃঙ্খলা এড়াতে এবার কড়া পদক্ষেপ নিচ্ছে স্থানীয় প্রশাসন ও পুলিশ।দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক অপূর্বকুমার বিশ্বাস জানিয়েছেন, সৈকত এলাকায় বিশেষ নজরদারি চলবে। কেউ যাতে মদ্যপ অবস্থায় সমুদ্রে না নামে, তা কঠোরভাবে দেখা হবে।

কারণ, মদ্যপ অবস্থায় সমুদ্রে নামা প্রাণঘাতী হতে পারে। একই কথা জানিয়েছেন দিঘা মোহনা থানার ওসি অরুণকুমার পতিও। তাঁর মতে, অন্যান্য সময়ের তুলনায় এবারে নজরদারি আরও বেশি কড়া থাকবে।হোটেল ব্যবসায়ীরাও পর্যটকদের ভিড় নিয়ে আশাবাদী। দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চট্টোপাধ্যায় জানিয়েছেন, দোলের আগেই ৬৫% হোটেল বুকিং হয়ে গেছে।

দোলযাত্রা ২০২৫: রঙের উৎসব, শুভ শক্তির জয়

এছাড়াও, ৩০ এপ্রিল দিঘায় নতুন জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে, তাই অনেকে এখনই মন্দির দর্শনের আগ্রহ দেখাচ্ছেন।তবে, উৎসবের আনন্দ উপভোগ করতে হলে অবশ্যই দায়িত্বশীল আচরণ করতে হবে। মদ্যপান করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তাই আনন্দ করুন, ঘুরতে যান, কিন্তু নিয়ম মেনে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর