ব্যুরো নিউজ, ২২ নভেম্বর : সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এক বিড়াল স্পষ্ট ইংরেজিতে ‘হ্যালো’ বলছে এবং ‘মাম্মা’ ডাকছে। এই দৃশ্য দেখে যেকোনো বিড়ালপ্রেমীর কাছে এটি এক অবিশ্বাস্য। সাধারণত বিড়ালরা যে তাদের নিজস্ব আওয়াজে কথা বলে সেটি সবাই জানে। কিন্তু যখন তারা মানুষ ভাষায় কথা বলে তখন মালিকরা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন।
আদানি গ্রুপে ঘুষ কাণ্ডঃ সাগর আদানির বিরুদ্ধে অভিযোগ, তৈরি নতুন বিতর্ক
বিড়ালরা নিজেদের মালিকের ভাষা বুঝতে পারে
বিড়ালদের কথা বলা নিয়ে অনেকেই একমত নন। কেউ কেউ বলেন বিড়ালরা কোনো কারণে সাড়া দিতে চায় না অথবা তারা কুকুরের মতো সবার সামনে তাদের অনুভূতি প্রকাশ করে না। কিন্তু যারা বিড়াল পোষেন তাঁদের কাছে এমন কোনো সমস্যা থাকে না। তাদের বিশ্বাস বিড়ালরা নিজেদের মালিকের ভাষা বুঝতে পারে।কিন্তু বিজ্ঞানীরা বলছেন ভিন্ন কথা। ইউনিভার্সিটি প্যারিস নান্টেরের বিড়াল আচরণ বিশেষজ্ঞ শার্লট ডি মৌজন জানিয়েছেন বিড়ালরা খুব সূক্ষ্ম প্রতিক্রিয়া দেখায়। তারা সাধারণত মাথা ঘুরিয়ে বা কান সরিয়ে কোনো কিছু বোঝানোর চেষ্টা করে। বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে বিড়ালরা আসলে মানুষের কণ্ঠস্বর নকল করে এবং এর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে।
বীরভূমে তৃণমূলের অন্দরে অশান্তিঃ চন্দ্রনাথ সিনহার অফিস দখল নিয়ে নতুন লড়াই
সুইডেনের লুন্ড ইউনিভার্সিটির ভাষাবিজ্ঞান বিশেষজ্ঞ সুজান শটজ বলেন বিড়ালরা আসলে কোনো শব্দ শেখে না তারা শুধু মানুষদের কণ্ঠস্বরের আওয়াজ অনুকরণ করে। অর্থাৎ ‘হ্যালো’ বা ‘মাম্মা’ বলার মধ্যে আসলে কোনো শব্দবিজ্ঞানের কাজ নয় বরং এটি বিড়ালের কণ্ঠস্বরের অনুকরণ মাত্র।