ব্যুরো নিউজ, ১৬ অক্টোবর :দুর্গাপুজো শেষ, আর আজ শুরু হচ্ছে লক্ষ্মীপুজো। ঘরে ঘরে চলছে কোজাগরী লক্ষ্মীপুজোর প্রস্তুতি। এ দিনটিকে মা লক্ষ্মীর দিন বলেই মনে করা হয়। তাই সকাল সকাল মিলেছে সুখবর—সোনার দাম আবারও কমেছে। লক্ষ্মীপুজোর দিন গহনা কেনার পরিকল্পনা থাকলে, নতুন দাম জেনে নিন জলদি-
বিমানের বোমা সতর্কতা ৪৮ ঘণ্টায় ৬টি জরুরি অবতরণ
নতুন সুযোগ গহনা কেনার
আজ ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৭,৯৪০ টাকা প্রতি ১০ গ্রামে যা ৭০,৯৪০ টাকা। ১০০ গ্রামে দাম পড়বে ৭,০৯৪,৪০০ টাকা। আগের দিনের তুলনায় আজ ১০০ টাকা কমেছে সোনার দাম।
ঝাড়খন্ড ও মহারাষ্ট্র দুই রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা
এছাড়াও, ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১ গ্রাম ৭,৭৩৯ টাকা, ১০ গ্রামে ৭৭,৩৯০ টাকা এবং ১০০ গ্রামে ৭,৭৩,৯০০ টাকা। এখানে গতকালকের তুলনায় ১০০ টাকা দাম কমেছে।
১৮ ক্যারেটের সোনার জন্য, ১ গ্রাম দাম ৫,৮০৪ টাকা। ১০ গ্রাম ৫৮,০৪০ টাকা এবং ১০০ গ্রামে ৫,৮০,৪০০ টাকা। এই ক্যাটাগরিতে গতকালকের তুলনায়ও ১০০ টাকা দাম কমেছে।
আত্রেয়ী নদী থেকে উদ্ধার হল যুবকের দেহ
সোনার পাশাপাশি আজ রুপোর দামও সস্তা হয়েছে। বর্তমানে ১০০ গ্রাম রুপোর দাম ৯,৬৯০ টাকা এবং ১ কেজি রুপোর দাম ৯৬,৯০০ টাকা। রুপোর দামেও ১০০ টাকা কমেছে।