দীপাবলির উৎসব

ব্যুরো নিউজ ১ নভেম্বর : দেশজুড়ে দীপাবলি পালিত হচ্ছে। এই আলোর উৎসবে সেজে উঠেছে দেশের বিভিন্ন প্রান্ত।উত্তর থেকে দক্ষিণ পালন হচ্ছে দীপাবলি। বিশেষ এই দিনে কোথায় কী চলছে, তা জেনে নিন।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু সঙ্গীর, শোক জানাতে কবরস্থলে ফিরে এল হাতির পাল

বিভিন্ন জায়গার দীপাবলি উৎযাপন

এ বছর অযোধ্যায় রামলালার আগমনে দিওয়ালি ধুমধাম করে উদযাপন হচ্ছে। কয়েক লক্ষ প্রদীপ জ্বালিয়ে সরযূ নদীর তীরে এই উৎসব পালন করা হচ্ছে। একই সঙ্গে, কলকাতার কালীঘাটে জাঁকজমকপূর্ণভাবে মা কালীকে আরাধনা করা হচ্ছে। হাজার হাজার ভক্তের উপস্থিতিতে কালীক্ষেত্র এখন জমজমাট।দক্ষিণেশ্বরের মন্দিরে কালীপুজোর সময় ভবতারিণীর পূজা সমস্ত আচার-বিধি মেনে অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের কচ্ছে ভারতীয় সেনার সঙ্গে দিওয়ালির আনন্দ ভাগ করে নেন। এদিন, তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরকে ফোন করে দীপাবলির শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতি ভবন সেজে উঠেছে আলোকমালায়।

মহারাষ্ট্রে নতুন নিয়মঃ গণিত ও বিজ্ঞানে ২০ নম্বর পেলেই পাস!

জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় সাধারণ মানুষের সঙ্গে ভারতীয় সেনা দিওয়ালির আনন্দে মেতে উঠেছে। শ্রীনগরের লালচক এলাকাতেও এদিন দিওয়ালি উদযাপন হয়। বিশাখাপত্তনমে বিচ রোডে বাজি ফাটিয়ে চলছে দীপাবলির উৎসব।এভাবে, দেশের বিভিন্ন অঞ্চলে দিওয়ালির উৎসব পালিত হচ্ছে এবং বাংলায় একইসঙ্গে মা কালীর আরাধনা অব্যাহত রয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর