জামাকাপড় খুলে মারধর

ব্যুরো নিউজ, ২২ নভেম্বর : দিনহাটার বাণীনিকেতন শিশু শিক্ষাকেন্দ্রে চাঞ্চল্যকর ঘটনা। ব্যাগ থেকে টাকা চুরি যাওয়ার অভিযোগে পড়ুয়াদের বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছে শিক্ষিকা অনিতা রায় অধিকারীর বিরুদ্ধে। বুধবারের এই ঘটনার জেরে বৃহস্পতিবার স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা।

নোয়াপাড়া স্টেশনে আসছে বড় পরিবর্তন, দমদমের বদলে এখানেই শেষ হবে মেট্রো যাত্রা

পালটা হুমকি অভিযুক্ত দিদিমণির

ঘটনার সূত্রপাত শিক্ষিকার দাবি করা ১৫০০ টাকা চুরির অভিযোগ থেকে। শিক্ষিকার বক্তব্য ‘মায়ের চিকিৎসার জন্য টাকা নিয়ে স্কুলে গিয়েছিলাম। পরে দেখি ব্যাগের চেন খোলা ও টাকা নেই। সন্দেহ হওয়ায় বাচ্চাদের তল্লাশি করি এবং দু’জনকে রাগের মাথায় মারি।’ তবে বিবস্ত্র করে মারধরের অভিযোগ অস্বীকার করেন তিনি।এক ছাত্রের অভিযোগ ‘আমরা বলছিলাম টাকা নিইনি। কিন্তু দিদিমণি আমাদের কথা শুনছিলেন না। জামাকাপড় খুলে মারধর করতে থাকেন।’ এক ছাত্রীর মা টুম্পা বর্মন জানান, ‘দিদিমণি বাচ্চাদের বিবস্ত্র করে মারধর করেছেন হাত-পা ফেটে গেছে। আমাদের শিশুরা খুবই আতঙ্কিত’।ঘটনার পরদিন স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা। তারা শিক্ষিকার বিরুদ্ধে প্রতিবাদ করলে তিনি পালটা হুমকি দিয়েছেন।শিক্ষিকা অনিতার দাবি, ‘অভিভাবকরা আমার বাড়িতে এসে গালিগালাজ করেন ও আমাকে বিবস্ত্র করে মারধরের হুমকি দেন। পুলিশের সামনেই এই ঘটনা ঘটলেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি।’

 চায়ের দোকানে এক যুবক-যুবতী নিজেদের স্বামী স্ত্রী পরিচয় দিয়ে দুধের শিশুকে ফেলে পালাল, নবদ্বীপে চাঞ্চল্য

ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়ালে দিনহাটা ১ ব্লকের বিডিও গঙ্গা ছেত্রী তদন্তের নির্দেশ দেন। শিক্ষিকার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা প্রমাণে তদন্ত চলছে। তবে এই ঘটনার পর অভিভাবকদের মধ্যে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর