ব্যুরো নিউজ, ৯ এপ্রিল: উত্তপ্ত দিনহাটা! দিনহাটায় নিশীথ প্রামাণিকের সভামঞ্চ জ্বালিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আর তা নিয়েই ফের শাসক- বিরোধী দ্বন্দ্ব।
দিনহাটার ১ নং ব্লকের কিসামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার মোক্তারের বাড়ি হাইস্কুলের মাঠে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সভা করার কথা ছিল। কিন্তু জ্বলে গেল সেই সভামঞ্চ। আর তা নিয়েই দুই রাজনৈতিক দলের উত্তেজনা। যদিও ঘটনাস্থলে পৌঁছয় সাহেবগঞ্জ থানার পুলিশ।
ভূপতিনগর কাণ্ডে কমিশনকে রিপোর্ট জমা দিল ভূপতিনগর পুলিশ
তবে এই ঘটনায় বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই সভামঞ্চ পুড়িয়ে দিয়েছে। ওরা রাতের অন্ধকারে এই কাজ করেছে। তবে দলের প্রতি আত্ম বিশ্বাস রেখে বিজেপি নেতা অজয় রায় বলেন, এই সব কাজে বিজেপির ভোটই বাড়বে। এদিকে এই অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
তৃণমূল নেতা বিশু ধর বলেছেন, নিশীথ প্রামাণিকের অবস্থা খুব খারাপ। বিজেপি সাধারণ মানুষের সমর্থন না পেয়ে এই সব করছে। বিজেপির আইটি সেল পরিকল্পনা করে নিজেদের সভা মঞ্চ পুড়িয়ে দিচ্ছে। আর তার দায় তৃণমূলের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। এই সব করে প্রচারে থাকার চেষ্টা করছে।