ব্যুরো নিউজ ,১৯ ডিসেম্বর:বলিউডের এক কিংবদন্তি দম্পতি, দিলীপ কুমার ও সায়রা বানু। তাঁদের প্রেম আর সম্পর্ক বলিউডের ইতিহাসে চিরকালীন এক অধ্যায়। ১৯৬৬ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে দিলীপ কুমারের মৃত্যু পর্যন্ত তাঁদের সম্পর্ক একই রকম দৃঢ় ছিল। বয়সের ব্যবধান, পারিবারিক টানাপোড়েন কিংবা সন্তান না থাকার মতো নানা জল্পনা তাঁদের প্রেমের মাধুর্যে কোনো দিনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি।
রাজ কাপুরের জন্মশতবর্ষে জমজমাট পার্টি, শ্যালক-জামাইবাবুর ‘ঝগড়া’ নিয়ে বলিউডে গুঞ্জন
‘ট্র্যাজেডি কিং’
সায়রার বয়স যখন মাত্র ১২, তখন থেকেই তিনি পর্দার ‘ট্র্যাজেডি কিং’ দিলীপ কুমারের প্রেমে মগ্ন ছিলেন। ২২ বছরের বয়সের ফারাক থাকা সত্ত্বেও তাঁদের প্রেম একেবারে সিনেমার গল্পকেও হার মানায়। বিয়ের পর তাঁদের সন্তান না হওয়া নিয়ে নানা কথা রটেছিল। কেউ বলেছিলেন, বয়সের ব্যবধানই এর কারণ। কেউ আবার বলেছিলেন, এই বিয়ে টিকবে না।দিলীপ কুমার তাঁর আত্মজীবনী দিলীপ কুমার: দ্য সাবস্ট্যান্স অ্যান্ড দ্য শ্যাডো-তে সন্তানের অভাবের পেছনের কারণ তুলে ধরেন। তিনি জানান, বিয়ের পর সায়রা যখন সাত মাসের অন্তঃসত্ত্বা, তখন দিলীপ একটি গুরুতর দুর্ঘটনার মুখোমুখি হন। এর ফলে সায়রাকে গর্ভপাত করতে হয়। চিকিৎসকরা জানান, ভবিষ্যতে সায়রার পক্ষে আর কখনো সন্তান ধারণ সম্ভব হবে না।
শরীর সুস্থ রাখতে বৃক্ষাসনের উপকারিতা এবং সঠিক পদ্ধতি
এ নিয়ে সিমি গাঢ়েওয়ালের রঁদেভু অনুষ্ঠানে সায়রা বলেন, তাঁদের এই অভাব নিয়ে কোনো দুঃখ নেই। কারণ, তাঁরা একে অপরের সঙ্গেই সন্তানের মতো ভালোবাসা ভাগাভাগি করে নেন। তাঁদের নিঃস্বার্থ ভালোবাসা প্রমাণ করে, সম্পর্কের গভীরতা সন্তান কিংবা অন্য কোনো সামাজিক মানদণ্ডে মাপা যায় না।