ব্যুরো নিউজ ২৯ অক্টোবর : প্রেমের সম্পর্কে অনেকেই তাদের অন্তরঙ্গ মুহূর্ত ক্যামেরায় বন্দি করেন বা সেক্স চ্যাটে আবেগ প্রকাশ করেন। কিন্তু স্মার্টফোনে থাকা সেই ব্যক্তিগত ছবি বা ভিডিও অজান্তেই ফাঁস হওয়ার ঝুঁকি থাকে, যা অনেক সময়েই বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এই সমস্যা সমাধানে বাজারে এসেছে অভিনব এক প্রযুক্তি – ‘ডিজিটাল কন্ডোম’ বা ‘ক্যামডম’। জার্মানির প্রযুক্তি প্রতিষ্ঠান বিলি বয়-এর তৈরি এই অ্যাপটি সুরক্ষিত রাখে ব্যবহারকারীর ব্যক্তিগত মুহূর্ত।
রতন টাটার সরল জীবনের অজানা কাহিনি
এই কন্ডোমের কাজ
ক্যামডমের কাজ অনেকটা কন্ডোমের মতোই, যেখানে এটি আপনার গোপনীয়তাকে নিরাপদে রাখে। অ্যাপটি ফোনে অডিও বা ভিডিও রেকর্ডিং প্রতিরোধ করতে সক্ষম। ফলে যৌন সম্পর্কের সময় কেউ ফোনে ক্যামডম চালু করলে, অনুমতি ছাড়া সঙ্গী বা অন্য কেউ কোনো রেকর্ডিং করতে পারবে না। এই ডিজিটাল কন্ডোমে একাধিক স্তরের সুরক্ষা ব্যবস্থা রয়েছে। কেউ নিরাপত্তা ভাঙার চেষ্টা করলে সঙ্গে সঙ্গেই ব্যবহারকারীর ফোনে সতর্কবার্তা ও অ্যালার্ম বেজে ওঠে।এছাড়া, ক্যামডম অ্যাপটি ব্লুটুথের মাধ্যমে সঙ্গীর ক্যামেরা ও মাইকও ব্লক করতে পারে। এর ফলে প্রেম ভেঙে গেলে বা কোনো কারণে প্রতিশোধস্পৃহায় কেউ যদি ব্যক্তিগত মুহূর্ত ফাঁস করতে চায়, তাহলে ক্যামডম তা প্রতিরোধ করতে সাহায্য করবে।
পাটনা মেট্রো টানেলে মর্মান্তিক দুর্ঘটনা, ব্রেক ফেল করে পিষে দিল শ্রমিকদের
ইতিমধ্যেই ৩০টিরও বেশি দেশে জনপ্রিয় এই অ্যাপ, যা বর্তমানে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহার করা যাচ্ছে। শীঘ্রই অ্যাপলের ডিভাইসেও এই সুবিধা পাওয়া যাবে।এমনকী ক্যামডমের ট্যাগলাইনই হলো “As easy as using a real condom,” যা বোঝায় ব্যবহারটি কতটা সহজ। সংবেদনশীল মুহূর্তগুলোকে স্মার্টফোনে নিরাপদ রাখতেই ডিজিটাল যুগে এ এক কার্যকর সমাধান।