ব্যুরো নিউজ, ২২ অক্টোবর :২০২৪ সালে ২৯ শে অক্টোবর পালিত হবে এ বছরের ধনতেরস। আর তা নিয়েই ইতিমধ্যেই মানুষের মধ্যে চিন্তাভাবনা শুরু হয়ে গেছে যে এই দিনটিতে কি কিনলে শুভ হবে। শাস্ত্রেমতে মূর্তি কেনা বা ধাতু কেনার জন্য এই দিনটি অত্যন্ত শুভ দিন। এই দিনে কেনাকাটা করলে মা লক্ষ্মী এবং ধনের দেবতা অর্থাৎ কুবের উভয়ই সন্তুষ্ট হন। যা বাড়ির সুখ সমৃদ্ধি ও অর্থনীতি আরও উজ্জ্বল করে। আসুন জেনে নিই-
ধনতেরাস এর কোন কোন জিনিসকে কেনা উচিত
শঙ্খ কেনাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। হিন্দু ধর্মে শঙ্খকে সুখ, সমৃদ্ধি এবং ধনের প্রতীক হিসেবে দেখা হয়। ধনতেরসে শঙ্খ কিনলে মা লক্ষ্মী সন্তুষ্ট হন এবং বাড়িতে তার আশীর্বাদ স্থায়ী হয়। কুবের দেবতার ছবি বা মূর্তি কেনা অত্যন্ত শুভ। কুবের দেবতাকে পুজো করে ঘরে রাখলে অর্থের প্রবাহ বৃদ্ধি পায়।
২০২৫-এও একাধিক সর্বনাশ হতে পারে এই রাশিগুলির!কারন জেনে নিন
গণেশ এবং লক্ষ্মীর মূর্তি কেনা অত্যন্ত শুভ মনে করা হয়। এই দিন মাটির, সোনার বা চাঁদের তৈরি মূর্তি কিনলে বাড়িতে ধন ও ঐশ্বর্যের কোনদিনও অভাব হয় না।
সোনা এবং চাঁদির জিনিস কিনলে ভাগ্যকে আরও উজ্জীবিত করে। এটি বিশ্বাস করা হয় যে এই দিন সোনা ও চাঁদির কিনলে মা লক্ষ্মী দেবীর আশ্রয় বাড়িতে স্থায়ী হয়।
আগামী ডিসেম্বরে সূর্যের গমন ধনু রাশিতে বিরাট সুখবর সমস্ত জট কাটবে এই তিন রাশির
এছাড়া, ধনতেরসে আরও কিছু জিনিস কেনা শুভ মনে করা হয়। যেমন নতুন ঝাড়ু, নতুন নুন এবং গোমতী চক্র। ঝাড়ু বাড়িতে লক্ষ্মীর প্রতীক হিসেবে কাজ করে। নতুন নুন দীপাবলিতে ব্যবহার করলে ঘরে শান্তি বজায় থাকে। গোমতী চক্র যা ভগবান বিষ্ণুর প্রতীক। ৭, ১১ বা ২১ সংখ্যায় কেনা অত্যন্ত ফলদায়ক। কচ্ছপ ও কৌড়ি কেনা থেকেও লক্ষ্মী মায়ের স্থায়ী আবাস গড়ে ওঠে।