ব্যুরো নিউজ, ২২ অক্টোবর :আর কয়েক দিন বাকি তারপরই আলোর উৎসবে মেতে উঠবে সকল। দীপাবলিতে যেখানে লক্ষ্মী-গণেশের পুজো করা হয়, সেখানে ধনতেরাসের আগের দিন কুবের দেবতাকে পুজো করার রীতি রয়েছে। আর ধনতেরাস মানেই সোনা-রুপোর কেনাকাটার সময়। যদি এই বছর আপনার সোনা বা রুপোর গহনা কেনার পরিকল্পনা থাকে।
ভাইফোঁটার মাধ্যমে শ্রুতি দাসের জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়ানোর ভাবনা।
আজকের সোনার সর্বশেষ দাম
আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম ৭,৩০১ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৭৩,১০০ টাকা। যদি ১০০ গ্রাম সোনা কিনতে চান, তাহলে খরচ হবে ৭,৩০০,১০০ টাকা। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় সোনার দাম ১০০ টাকা বেড়ে গেছে।
ধনতেরাসে এ জিনিসগুলো কিনলে হবে চরম ক্ষতি! সতর্ক থাকুন!
২৪ ক্যারেটের সোনার দাম আজ ৭,৯৬৫ টাকা প্রতি গ্রাম। ১০ গ্রাম সোনার দাম ৭৯,৬৫০ টাকা, আর ১০০ গ্রাম সোনার দাম ৭,৯৬,৫০০ টাকা। গতকালের তুলনায় আজ ১০০ টাকা দাম বেড়েছে।
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ ৫,৯৭৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৫৯,৭৪০ টাকা, আর ১০০ গ্রাম সোনার জন্য খরচ হবে ৫,৯৭,৪০০ টাকা। এই ক্ষেত্রেও দাম ১০০ টাকা বেড়ে গেছে।
ধনতেরসে কি কিনলে আপনি স্বয়ং মা লক্ষ্মীর ও কুবেরের আশীর্বাদ পাবেন জানুন শাস্ত্রেমতে
ধনতেরাসের আগে শুধু সোনারই নয়, রুপোর দামও বেড়েছে। ১০০ গ্রাম রুপোর দাম ১০,১১০ টাকা এবং ১ কেজি রুপোর দাম ১,০১,১০০ টাকা। এখানেও ১০০ টাকা দাম বেড়েছে।