ধনতেরাসে

ব্যুরো নিউজ, ২৯ অক্টোবর :কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের ত্রয়োদশী তিথি অর্থাৎ ধনতেরাসের দিনটি সম্পদ, সমৃদ্ধি এবং সৌভাগ্যের আরাধনার বিশেষ দিন। এই বছর ২৯ অক্টোবর মঙ্গলবার পালিত হবে ধনতেরাস। এই দিনে স্বাস্থ্যদাতা দেবতা ধন্বন্তরী, ধনের দেবতা কুবের এবং মা লক্ষ্মীর পুজো করে তাদের কৃপা লাভের প্রার্থনা করা হয়। বিশ্বাস করা হয় ধনতেরাসে নতুন কিছু কেনা খুবই শুভ, যা পরিবারে সমৃদ্ধি বয়ে আনে। সোনা, রূপা, বাসনপত্র, গয়না ও জামাকাপড় কেনার সঙ্গে সঙ্গে মন্দিরের জন্য নতুন ঝাড়ুও কেনা শুভ বলে মনে করা হয়।

মঙ্গলবার দিনটি কেমন যাবে রাশিচক্র অনুযায়ী?

কী কী দান করা শুভ জানুন

ধনতেরাসের সোনা রুপো ভুলেও এই সময় কিনবেন না, হতে পারে মহা বিপদ!

ধনতেরাসের দিন দেবী লক্ষ্মীকে তুষ্ট করার জন্য কিছু বিশেষ কার্যকলাপ যেমন দান করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্র মতে, ধনতেরাসে চাল, চিনি, দুধ এবং আটার মতো সাদা জিনিস দান করলে দেবী লক্ষ্মী খুশি হন এবং ভক্তদের আর্থিক উন্নতির বর দেন। এছাড়া, শুক্র গ্রহ ও লক্ষ্মীর কৃপা লাভে এই সাদা বস্তু দানের বিশেষ তাৎপর্য রয়েছে।

এই দিনে মন্দিরে ঝাড়ু দান করাও অত্যন্ত শুভ কাজ। এমন বিশ্বাস রয়েছে যে মন্দিরে ঝাড়ু দান করলে দেবী লক্ষ্মীর কৃপা লাভ হয় এবং ধন ও সমৃদ্ধির অটুট বর্ষণ হয়। যে ব্যক্তি ধনতেরাসে এই পূণ্য কাজ করেন, তার জীবনে কখনও অর্থের অভাব দেখা দেয় না। পাশাপাশি, ধনতেরাসের দিন গরীব মানুষদের গরম কাপড়, বিশেষত হলুদ রঙের কাপড় দান করলে বৃহস্পতির কৃপা লাভ হয়। এটি সৌভাগ্য বৃদ্ধির পাশাপাশি জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে।

ধনতেরাসের সোনা কেনার আগে সোনার দাম জেনে নিন

গরীব ও অভাবী মানুষদের মিষ্টি দান করাও ধনতেরাসের একটি বিশেষ আচার। বিশ্বাস করা হয়, এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হন এবং সেই বাড়িতে সম্পদ ও সমৃদ্ধির বর্ষণ করেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর