ধনতেরাস

ব্যুরো নিউজ, ২২ অক্টোবর :ধনতেরাস উৎসবের আবহে ভরা একটি বিশেষ দিন। যা সোনা ও রুপোর কেনাকাটার জন্য পরিচিত। এই দিনে দোকানে দোকানে মানুষের ভিড় উপচে পড়ে বিশেষ করে সোনা-রুপোর দোকানে। বিশ্বাস করা হয় যে এই দিনে ধাতুর জিনিস কিনলে দেবী ধনলক্ষ্মী ঘরে আসেন এবং ঐশ্বর্য ও সম্পদের দেবতা কুবেরের আশীর্বাদ মেলে। অনেকেই সিদ্ধিদাতা গণেশের পুজোও করেন এই বিশেষ দিনটিতে।

ধনতেরসে কি কিনলে আপনি স্বয়ং মা লক্ষ্মীর ও কুবেরের আশীর্বাদ পাবেন জানুন শাস্ত্রেমতে

কি কিনলে ক্ষতি হবে জানেন

এই দিনে কিছু জিনিস কেনা একদমই উচিত নয়। কথিত রয়েছে ধনতেরাসের দিন ধারালো জিনিস কেনা উচিত নয় যেমন ছুরি, কাঁচি বা ব্লেড। এগুলি দুর্ভাগ্যের সূচনা করতে পারে। তাই এগুলো এড়িয়ে চলাই ভালো। এছাড়া, যদিও ধাতুর জিনিস কেনার চল রয়েছে।  কিন্তু প্লাস্টিকের সামগ্রী কেনা থেকে বিরত থাকা উচিত।

দীপাবলির জন্য এক অনন্য চুল বাঁধার টিপস শেয়ার করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়।

ধনতেরাসের দিনে ভাঙা জিনিস কেনা একদমই অনুচিত। অনেকেই ঘর সাজানোর জন্য ভাঙা মূর্তি বা অন্যান্য সামগ্রী কিনে থাকেন, যা অশুভ ফল বয়ে আনতে পারে। কাচের বাসনপত্র বা কাচের তৈরি জিনিস কেনা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

লোহার জিনিস কেনা থেকে অবশ্যই দূরে থাকুন। সোনা-রুপোর গয়না কেনা স্বাভাবিক, তবে ইমিটেশনের গয়না কিনে না বসা ভালো।

ধনতেরাসে সোনা কিনুন মাত্র ১০০ টাকায়! অবাক হচ্ছেন নিশ্চয়ই

পুজোর জন্য ঘি ও তেল অবশ্যই লাগবে, কিন্তু এই দিনে তেল ও ঘি কেনা এড়িয়ে চলুন। পোশাক কেনার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করুন কালো রঙের পোশাক কেনা উচিত নয়। এছাড়া, ধনতেরাসের দিন উপহার দেওয়া ও নেওয়া থেকেও বিরত থাকা উচিত। এটি সৌভাগ্যের আদান-প্রদানের সঙ্গে যুক্ত তাই অন্য কাউকে উপহার দেওয়া কারো কাছে ধার নেওয়া উচিত নয়।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর