ঢাকার রাস্তায় উত্তেজনা, হিজবুত তাহরিরের মিছিল ছত্রভঙ্গ করল পুলিশ

ব্যুরো নিউজ,৭ ফেব্রুয়ারি :ফের অশান্তি ঢাকার রাজপথে! নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির-এর মিছিল ঘিরে শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী। পুলিশের বাধা উপেক্ষা করে সংগঠনটি ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচি চালিয়ে যেতে চাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ

দিল্লিতে মঙ্গলবার মাংস বিক্রি নিষিদ্ধ? বিজেপি বিধায়কের ফরমান ঘিরে বিতর্ক

মিছিল দমনে পুলিশের কঠোর পদক্ষেপ

হিজবুত তাহরিরের সদস্যরা পল্টন মোড় থেকে বিজয়নগরের দিকে এগোলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। এরপর মিছিলকারীরা বিভিন্ন অলিগলিতে ছড়িয়ে পড়ে।

রমনা বিভাগের উপকমিশনার মহম্মদ মাসুদ আলম জানিয়েছেন, “হিজবুত তাহরিরের সদস্যরা এখনও বিভিন্ন গলিতে লুকিয়ে আছে। পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।”

৬০ বছর পর পুনর্নির্মাণ হবে চিন সীমান্তের পরিত্যক্ত গ্রাম, বড় ঘোষণা মোদীর

রাজধানীতে কড়া নিরাপত্তা

ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও আশপাশের এলাকায় সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এ পর্যন্ত একাধিক হিজবুত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে

এই ঘটনায় বাংলাদেশে জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে সরকারের অবস্থান আরও কঠোর হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর