ব্যুরো নিউজ,৭ ফেব্রুয়ারি: রাজনগরের ফুলবাগানে আয়োজিত হলো দেওয়ান সাহেবের উরস ও মেলা। প্রতিবছরের মতো এবারেও বাংলা তেইশে মাঘ ফুলবাগানে দেওয়ান আসাদুল্লাহ খানের উরস উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।
আয়োজিত দেওয়ান সাহেবের উরস ও মেলা
এই উপলক্ষে দেওয়ান সাহেবের মাজারে চাদর চড়ানো হয়েছে। সিন্নি দেওয়াও হয়েছে। এছাড়াও আরও বহু ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। উরসকে ঘিরে একদিনের মেলাও বসে এখানে। রাজনগরের ফুলবাগানে দেওয়ান সাহেবের দরগায় পালিত উরষ অনুষ্ঠান উপলক্ষে দরগায় চাদর চড়ালেন স্থানীয় ভক্তরা।
বাজারে অগ্নিমূল্যে বিকচ্ছে রসুন | মধ্যবিত্তের পকেটে টান
রাজনগর ছাড়াও পার্শ্ববর্তী ঝাড়খন্ড থেকেও ভক্তরা নিজেদের মানত পূরণ করার উদ্দেশ্যে এই উরস উৎসবে অংশ নেন। মাজারে মহিলা ভক্তদেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ইভিএম নিউজ