devs-views-festival-and-protest-in-bengali-cinema

ব্যুরো নিউজ, ৩ অক্টোবর :পুজোর সময় বাংলা চলচ্চিত্র নিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক। একদিকে কিছু মানুষ আরজি করের প্রতিবাদে বাংলা ছবিকে বয়কটের দাবি করছেন। অন্যদিকে আরেকদল মনে করছেন উৎসব চলুক, প্রতিবাদও হতে পারে। দেবের নতুন ছবি “টেক্কা” পুজোর সময় মুক্তি পাচ্ছে। কিন্তু ছবির অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় জানিয়েছেন, তিনি ‘পুজোয় আছেন, উৎসবে নেই।’ এই অবস্থায় অনেকের মনে প্রশ্ন উঠেছে, যদি স্বস্তিকা উৎসবে না থাকেন, তাহলে কেন এমন ছবির প্রচার করছেন?

পুজোর গান ‘ঢ্যাং কুড়াকুড়’-এ ফিরলেন মিঠুন-দেবশ্রী

দেবের উৎসব ও প্রতিবাদের সমন্বয়

এ বিষয়ে সম্প্রতি দেব এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ আমি ব্যক্তিগত মতামতকে সম্মান করি, কিন্তু তা চাপিয়ে দিতে পারি না। প্রত্যেকের চিন্তাভাবনা আলাদা।’  তিনি আরও বলেন, স্বস্তিকা এবং সৃজিত, যাদের দায়িত্ব তিনি দিয়েছেন। তারা নিজেদের কাজ যথাযথভাবে করেছেন।

নবরাত্রি আগে শোকের ছায়ায় আমির খান এবং রীণা দত্তের বন্ধুত্ব

দেব জানাচ্ছেন,’ আমার জন্য গুরুত্বপূর্ণ হল, প্রযোজক হিসেবে আমি প্রত্যাশা করি যে আমার ছবির প্রচারে কোনো নেতিবাচক মন্তব্য না করা হোক।’ করোনা পরবর্তী সময়ে বাংলা ছবিগুলি আর্থিকভাবে ভেঙে পড়েছে এবং সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা কমে গেছে। এই প্রসঙ্গে দেব বলেন,’ বাংলা ছবি বানাতে এখন অনেক পরিশ্রম করতে হয়। দর্শকদের হলে বসিয়ে রাখা খুব চ্যালেঞ্জিং।’

অনুষ্ঠানে না যাওয়ার অভিযোগে বিতর্কের মাঝে পড়তে হল তৃপ্তি দিমরি

তিনি বলেন,’ আমি সোশ্যাল মিডিয়ায় কী হচ্ছে তা নিয়ে মাথা ঘামাই না। তবে আমার ছবির ক্ষেত্রে যদি কেউ নেতিবাচক মন্তব্য করে, তা আমার জন্য উদ্বেগের বিষয়। উৎসব হল এক ধরনের অধিকার, এবং আমি চাই মানুষ ভালো থাকুক।’  দেবের এই বক্তব্য শুধু চলচ্চিত্র জগতের সমস্যাগুলোকেই তুলে ধরছে না, বরং উভয় পক্ষে প্রতিবাদের সুরের মধ্যে একটি সমন্বয় করার চেষ্টাও করছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর