ব্যুরো নিউজ ১২ নভেম্বর : এক বছর ধরে ভক্তরা অপেক্ষা করছিলেন দেবের বাণিজ্যিক ছবির জন্য। সেই অপেক্ষার অবসান ঘটল যখন সুপারস্টার দেব তার নতুন ছবি ‘খাদান’-এর প্রথম গান ‘রাজা রাজা’। পুজোয় মুক্তি পাওয়া টেক্কা ছবি এখনও বক্স অফিসে দারুণ সাড়া ফেলছে। আর এরই মধ্যে নতুন গানের ঝলক দর্শকদের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।
৭৭ বছরের পুরনো রাজকীয় কেকের এক টুকরো, দাম আড়াই লক্ষ টাকা!
সঙ্গী হিসেবে থাকছেন যিশু সেনগুপ্ত
‘রাজা রাজা’ গানে দেবের নাচে উৎসবের মেজাজ দেখা গেছে। পুরো বলিউড স্টাইলে দেবের এন্ট্রি, হাতে ঘণ্টা আর বড় প্রদীপ নিয়ে আরতিতে অংশ নিতে দেখা যায় তাকে। মহাদেবের মূর্তির সামনে দেবের নাচে যেন তাণ্ডবের ছাপ ফুটে উঠেছে।এই গানটি গেয়েছেন দেব অরিজিৎ, আর গানের কথা লিখেছেন ঋতম সেন। গান মুক্তির পর ভক্তরা উচ্ছ্বসিত। একজন লেখেন, “এটাই সেই রংবাজ দেব, যাকে মিস করছিলাম,” আরেকজন মন্তব্য করেন, “আগের মতোই মন জুড়ানো ডান্স দেখে চোখ ও মন দুটোই তৃপ্তি পেলো… বক্স অফিসে প্রলয় আসছে।”খাদান ছবির পরিচালনা করেছেন সঞ্জয় রিনো দত্ত। এটি বাংলার খনি অঞ্চলের পটভূমিতে তৈরি একটি ছবি। দেবের সঙ্গী হিসেবে থাকছেন যিশু সেনগুপ্ত। এই ছবিতে দেব এবং যিশু ফের একসঙ্গে কাজ করছেন, যা দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ। ছবির দুই চরিত্র মোহন দাস (যিশু) ও শ্যাম মাহাতো (দেব)। যাদের জীবনের ওঠানামা তুলে ধরা হবে।
হলদিয়া পেট্রোকেমিক্যাল মামলায় রাজ্যের জন্য নতুন চ্যালেঞ্জঃ সুপ্রিম কোর্টের কঠোর নির্দেশ
খাদান ছবিটি সুরিন্দর ফিল্মস এবং দেব এন্টারটেইনমেন্ট এবং অ্যাডভেঞ্চার নিয়ে যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে। দেবের জন্মদিন, অর্থাৎ ২৫ ডিসেম্বর, এই ছবিটি মুক্তি পাবে। তবে, বক্স অফিসে তার বিরুদ্ধে কঠিন প্রতিযোগিতা থাকবে। কারণ, মিঠুন-শুভশ্রীর সন্তান প্রতীম ডি গুপ্তর ‘৫ নম্বর স্বপ্নময় লেন’ও একই দিন মুক্তি পাচ্ছে।