ব্যুরো নিউজ ৩ অক্টোবর : বৃহস্পতিবার ‘সংবাদ প্রতিদিন’ দপ্তরে এসে টলিউডের সুপারস্টার এবং ঘাটালের তৃণমূল সাংসদ দেব একাধিক প্রশ্নের মুখোমুখি হন। বন্যা, প্রতিবাদ এবং উৎসবের আবহের মধ্যে তিনি নিজের আসন্ন সিনেমার মুক্তি এবং রাজনীতির নানা দিক নিয়ে আলোচনা করেন। কনসাল্টিং এডিটর কুণাল ঘোষের সঙ্গে খোলামেলা আড্ডায় দেব জানান, ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ এগোচ্ছে, যদিও পথটি সহজ নয়।
পুজোর আগে রান্নাঘর থেকে তেল চিটচিটে ভাব দূর করুন কারিপাতা দিয়ে!
কি সুখবর আসতে চলেছে ঘাটাল বাসীদের জন্য
দেব বলেন, “মুখ্যমন্ত্রী ফেব্রুয়ারিতে সুখবর দেবেন।” ঘাটাল এলাকার বন্যা মোকাবিলায় মাস্টার প্ল্যানের প্রয়োজনীয়তা নতুন নয়, কিন্তু দশক ধরে এর বাস্তবায়ন একচুলও এগোয়নি। সাংসদ হওয়ার পর দেব এই বিষয়ে সংসদে সরব হন এবং কাজের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি জানালেন, “দুবার সাংসদ হয়েছি, কিন্তু মাস্টার প্ল্যানের কাজ এখনও থেমে আছে। এবার আমি তৃতীয়বার ভোটে দাঁড়াতে চাইনি, কারণ কাজ করতে না পারলে জনপ্রতিনিধি হওয়া ঠিক নয়।”২০২৪ সালের লোকসভা ভোটে তিনি ঘাটাল থেকে দাঁড়িয়েছেন এবং রেকর্ড ভোটে জয়ী হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছেন এবং বলেছিলেন, রাজ্য সরকারই মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবে।
দুর্গাপুজোর আগে কলকাতা বিমানবন্দরে ভিড়, যাত্রী সংখ্যা বেড়েই চলেছে
দেব জানান, “জিতেই কাজে নেমে পড়েছি। পুজোর আগে আমার সিনেমার মুক্তি নিয়ে এসেছি, কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের কথা ভুলে যাওয়ার নয়।” তবে তিনি একা কাজ করতে পারবেন না। এর জন্য ঘাটালের কিছু জমি অধিগ্রহণ করতে হবে এবং সেই কাজে স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন।কুণাল ঘোষও মনে করিয়ে দেন যে, প্রকল্প বাস্তবায়নের কাজ সহজ নয় এবং একাধিক জটিলতা রয়েছে। তাই দেবের কাজের পাশাপাশি ঘাটালবাসীকে সাহায্যের হাত বাড়াতে হবে, যাতে বন্যা সমস্যা মোকাবিলায় মাস্টার প্ল্যান সফল হয়।