ব্যুরো নিউজ,১০ সেপ্টেম্বর:বঙ্গোপসাগরে অতি ভারী নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে পশ্চিমবঙ্গে তার সরাসরি প্রভাব না পড়লেও আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সমুদ্র উপকূলবর্তী এলাকায় জোরালো বাতাস বইতে পারে।
৭২ ঘণ্টা ট্রাক ধর্মঘটের ডাক দিল ট্রাক কর্পোরেট এসোসিয়েশন
কোন কোন জেলায় বৃষ্টি হবে?
ভারী বৃষ্টির কারণে গাঙ্গেয় পশ্চিমবাংলায় বর্ষার ঘাটতিও কমতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আবহাবিদদের মতে, এই অতি ভারী নিম্নচাপটি ওড়িশায় ঢুকে যাওয়ার কারণে পশ্চিমবঙ্গের ওপর বিপদ অনেকটাই কমেছে। নইলে এই গভীর নিম্নচাপের কারণে রাজ্যে প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকতো ফলে চাষবাসের ক্ষেত্রে সমস্যা হত এবং জনজীবন ব্যাহত হত।
হিটের খরা কাটাতেই কি অক্ষয়-প্রিয়দর্শন জুটি বাঁধতে চলেছেন?
আজ মঙ্গলবার নিম্নচাপের প্রভাবে পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা , ঝাড়গ্রাম , পুরুলিয়া ছাড়াও আরো একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই গভীর নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে বর্ষার ঘাটতি কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।