ব্যুরো নিউজ, ১৬ অক্টোবর :বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এখন সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি ক্রমশ শক্তি বাড়াচ্ছে। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, এই নিম্নচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পথে রয়েছে। এর অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে। ফলে পুদুচেরি, উত্তর তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে এর প্রভাব পড়বে।
লক্ষ্মীপুজোয় বাজারের অস্থিরতা সবজি ও ফলের দাম আকাশ ছুঁই
অন্ধ্রপ্রদেশে সতর্কতা
আগামী দুই দিন ধরে সেখানে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। বিশেষ করে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ অংশ ও রায়লসীমা অঞ্চলে। আবহাওয়া দফতর জানাচ্ছে, গুন্টুর, কৃষ্ণা, বাপাতলা, পালনাডু, প্রকাশম ও নেল্লোর জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং জনজীবনে এই অতিবৃষ্টির প্রভাব পড়তে পারে।
জুনিয়র ডাক্তারদের অনশনের আন্দোলনে সরকারের পদক্ষেপ
অন্যদিকে, পশ্চিমবঙ্গের পরিস্থিতি ভিন্ন। এই নিম্নচাপ রাজ্য থেকে দূরে থাকায় এখানে তার প্রভাব পড়বে না। তবে কিছু এলাকায় হালকা বৃষ্টি হবে। আগামী শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারের পর রবিবার থেকে আবহাওয়া শুকনো হতে পারে।