demand-two-wheelers-india-sales-record-2024

ব্যুরো নিউজ, ১৭ অক্টোবর :দেশে দু’চাকা গাড়ির চাহিদা ফের বাড়ছে। ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম ৬ মাসে বিক্রির গ্রাফ ঊর্ধ্বমুখী। নতুন রিপোর্ট অনুযায়ী, এই সময়ে মোট ১ কোটি ১ লক্ষ ৬৪ হাজার ৯৮০টি দু’চাকা গাড়ি বিক্রি হয়েছে। যা গত অর্থবর্ষের তুলনায় ১৬.৩১ শতাংশ বৃদ্ধি। এটি ২০১৮-১৯ অর্থবর্ষের প্রথম ৬ মাসের পর দ্বিতীয়বারের মতো এক কোটির গণ্ডি পার করল।

বন্ধুত্বের এক নতুন রূপ বাঁকুড়ার আকুই গ্রামের সয়লা উৎসব

ফের এক কোটির গণ্ডি পার

মোহনবাগান নাকি ইস্ট বেঙ্গল- কোন দলের সমর্থক বলিউডের মহানায়ক অমিতাভ

বিক্রয়ের মধ্যে ৬৪ লক্ষ ৭ হাজার ৮৮৭টি মোটরসাইকেল, ৩৪ লক্ষ ৯৭ হাজার ৩০০টি স্কুটার এবং ২ লক্ষ ৫৯ হাজার ৭৯৩টি মোপেড অন্তর্ভুক্ত রয়েছে। গত ১০ অর্থবর্ষের রিপোর্ট বিশ্লেষণ করলে দেখা যায়, ২০১৭-১৮ অর্থবর্ষের প্রথম ৬ মাসে ১ কোটি ৫ লক্ষ ১১ হাজার ৪৮০টি দু’চাকা গাড়ি বিক্রি হয়েছিল। যা পরবর্তী অর্থবর্ষে আরও বাড়ে।

আরজি কর মেডিক্যাল কলেজে সিভিক ভলান্টিয়ারদের প্রত্যাহার

করোনাকালে দু’চাকা গাড়ির বিক্রি কমে গিয়েছিল। তবে গত দুই অর্থবর্ষে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে মোট ১ কোটি ৭৯ লক্ষ ৭৪ হাজার ৩৬৫টি দু’চাকা গাড়ি বিক্রি হয়েছিল। যার মধ্যে গত অর্থবর্ষের ইতিমধ্যে ৫৬ শতাংশ বিক্রি হয়েছে।

এখন প্রশ্ন উঠেছে, ২০১৮-১৯ অর্থবর্ষের রেকর্ড ২ কোটি ১১ লক্ষ ৮১ হাজার ৩৯০টি বিক্রির সংখ্যাকে কি ২০২৪-২৫ অর্থবর্ষে টপকানো সম্ভব? এটি এখন দেখার বিষয়, কারণ চলতি অর্থবর্ষের বিক্রির ধারা দেখলে এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর