দিল্লিতে মঙ্গলবার মাংস বিক্রি নিষিদ্ধ?

ব্যুরো নিউজ,৭ ফেব্রুয়ারি :দীর্ঘ ২৫ বছর পর দিল্লি বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিজেপি। আর ক্ষমতায় ফিরতেই বিতর্কিত সিদ্ধান্তের মুখে রাজধানীর বাসিন্দারা। এবার দিল্লির পটপড়গঞ্জ কেন্দ্রের বিজেপি বিধায়ক রবিন্দর সিং নেগি ঘোষণা করেছেন, “মঙ্গলবার মাংস বিক্রি করা যাবে না!”

২৫ মার্চ সুপ্রিম কোর্টে উঠছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা, আশায় কর্মীরা

বিধায়কের কড়া নির্দেশ

স্থানীয় মাংস ব্যবসায়ীদের কাছে বিধায়কের স্পষ্ট নির্দেশ— মঙ্গলবার মাংসের দোকান বন্ধ রাখতে হবে, নইলে পুরো দোকানই বন্ধ করে দিতে হবে। শুধু তাই নয়, প্রতিটি দোকানে মাংস ঢেকে রাখতে হবে, যাতে তা পথচারীদের দৃশ্যমান না হয়।সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে বিধায়ককে মাংসের দোকানগুলিতে গিয়ে দোকানিদের নির্দেশ দিতে দেখা যাচ্ছে। ভিডিওতে তিনি স্পষ্ট বলেন, “মঙ্গলবার দোকান বন্ধ থাকবে। এতে সমস্যা হলে পুরো দোকানই বন্ধ করে দাও। যারা মাংস খান না, তারা এসব দেখতে পছন্দ করেন না।”

সমালোচনা ও বিতর্ক

বিধায়কের এই ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, এটি ব্যক্তিগত খাদ্যাভ্যাসে অযাচিত হস্তক্ষেপ। কেউ কেউ মনে করছেন, ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হবে।রবি নেগি তাঁর এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে পোস্ট করে জানান, “মন্দিরের আশেপাশের পরিবেশ পবিত্র রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্মীয় স্থানের সম্মান বজায় রাখতেই এই পদক্ষেপ।”

পশ্চিমবঙ্গে বৃষ্টি ও তাপমাত্রার পরিবর্তনঃ কোথায় কবে বৃষ্টি, কোথায় বাড়বে গরম?

এই প্রথম নয়!

এর আগেও দিল্লিতে একাধিকবার আমিষ বিক্রির ওপর নিষেধাজ্ঞা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এমন ঘটনার প্রতিবাদে আগেও সরব হয়েছেন।এই নতুন সিদ্ধান্ত কি দিল্লির বাসিন্দাদের পছন্দ হবে, নাকি আরও বড় বিতর্কের জন্ম দেবে? সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর