ব্যুরো নিউজ, ৩০ সেপ্টেম্বর :সদ্য মা হয়ে নতুন জীবন শুরু করেছেন দীপিকা পাড়ুকোন। সম্প্রতি তিনি মাতৃত্বের আনন্দ উপভোগ করছেন, এবং এই বিশেষ মুহূর্তে তাঁর পাশে রয়েছেন পরিবারের সদস্যরা। দীপিকার মা ও বোন শনিবার রাতে মুম্বইয়ের একটি রেস্তরাঁয় গিয়ে তাঁর সঙ্গে সময় কাটান।
মানুষের সৃষ্ট সবথেকে দামি জিনিসটি কোথায় তা রয়েছে জানেন?
দিপিকার আনন্দের মুহূর্ত
জুনিয়ার চিকিৎসকদের প্রতিবাদে উত্তাল কলকাতা, নিরাপত্তার দাবিতে মশাল মিছিল
ডিনার শেষে, ছবি তুলতে আসা সাংবাদিকদের মুখোমুখি হন তারা। দীপিকার পরিস্থিতি জানতে চান, ‘কেমন আছেন দীপিকা’? উত্তরে দীপিকার পরিবার জানান, ‘তিনি ভাল আছেন, সদ্যোজাত সন্তান ও তার মা দুইই সুস্থ’।
এ মুহূর্তটি দীপিকার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা। যেখানে মা হওয়া তাকে এক নতুন অভিজ্ঞতা দিচ্ছে। পরিবারের সঙ্গে এই আনন্দের সময় কাটানো তাকে আরও উজ্জীবিত করছে। দীপিকা নিজের সন্তানকে নিয়ে যতটা আনন্দিত, ততটাই তার পরিবারও গর্বিত।
কলকাতা মেট্রোতে তরুণীর নাচের রিল ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলেছে বিতর্কের ঝড়
মা হওয়ার অনুভূতি এবং পরিবারের সদস্যদের পাশে থাকা দীপিকার জীবনে এক নতুন দিশা নিয়ে এসেছে। তারা জানিয়েছেন, এই সময়টা তাদের জন্য অত্যন্ত বিশেষ। তারা একসঙ্গে সময় কাটানোর সুযোগ পাচ্ছেন।
সোশ্যাল মিডিয়ায়ও দীপিকার এই নতুন অধ্যায় নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভক্তরা এবং শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানাতে ভুলছেন না। দীপিকার মাতৃত্বের এই নতুন অধ্যায়টি যে কতটা আনন্দময়, তা এই মুহূর্তগুলোতেই প্রতিফলিত হচ্ছে।