ব্যুরো নিউজ, ২৯ মার্চ: ডেবিট কার্ড থাকলে সাবধান! গুনতে হবে বেশি টাকা!
১ এপ্রিল থেকে ডেবিট কার্ডের বার্ষিক পরিষেবা খরচ বাড়াচ্ছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। সেক্ষেত্রেই ৭৫ টাকা সার্ভিস চার্জ বাড়ানো হচ্ছে বলে জানানো হয়েছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে।
তীব্র জল সংকটে মালদ্বীপকে পানীয় জল দিল চীন
এসবিআই-এর তরফে জানানো হয়েছে, সব ডেবিট কার্ডের ক্ষেত্রেই ৭৫ টাকা বাড়ছে সার্ভিস চার্জ বাড়ানো হচ্ছে। ক্লাসিক, সিলভার, গ্লোবাল এবং কনট্যাক্টলেস ডেবিট কার্ডের ক্ষেত্রে খরচ বেড়ে হবে ২০০ টাকা। এতিদন পর্যন্ত সেই খরচ ছিল ১২৫ টাকা। আবার যুবা, গোল্ড, কম্বো ডেবিট কার্ড এবং মাই কার্ডের ক্ষেত্রে সেই খরচ ৭৫ টাকা বেড়ে দাঁড়াবে ২৫০ টাকা। এতিদন পর্যন্ত সেই খরচ ছিল ১৭৫ টাকা।
এদিকে আবার প্ল্যাটিনাম ডেবিট কার্ডের ক্ষেত্রে বার্ষিক খরচ ২৫০ টাকা। .সেক্ষেত্রেও ৭৫ টাকা সার্ভিস চার্জ বাড়ানো হচ্ছে। আর তা বেড়ে হচ্ছে ৩২৫ টাকা। প্রাইড এবং প্রিমিয়াম বিজেনেস ডেবিট কার্ডের ক্ষেত্রে ৭৫ টাকা বেড়ে হচ্ছে ৪২৫ টাকা।