ব্যুরো নিউজ,১ ডিসেম্বর:বারুইপুর থানার ১৫ নম্বর ওয়ার্ডে একটি নেশামুক্তি কেন্দ্রে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।নিহত যুবকের পরিবার দাবি করেছে, তাকে হত্যা করা হয়েছে।ওই যুবকের নাম সৌরভ মণ্ডল এবং তিনি দক্ষিণ গড়িয়া এলাকার বাসিন্দা। গত দেড় বছর ধরে বারুইপুরের ওই নেশামুক্তি কেন্দ্রে তার চিকিৎসা চলছিল। গতকাল সন্ধ্যায় আচমকাই অসুস্থ হয়ে পড়েন সৌরভ। তাকে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
অর্জুন সিংয়ের বিস্ফোরক দাবিঃ বিজেপি নেতাদের খুন করার পরিকল্পনা তৃণমূলের
কীভাবে যুবকের মৃত্যু হয়েছে?
এ ঘটনায় নিহতের পরিবার ও আত্মীয়রা ক্ষুব্ধ হয়ে ওই নেশামুক্তি কেন্দ্রে গিয়ে ভাঙচুর চালায়। তারা অভিযোগ করেছে, গতকাল সন্ধ্যায় সৌরভকে মারধর করা হয়েছিল এবং এর ফলস্বরূপ তার মৃত্যু ঘটে। স্থানীয়রা জানান, নেশামুক্তি কেন্দ্রে রোগীদের নিয়মিত মারধর করা হয় এবং তাদের চিৎকার চেঁচামেচির আওয়াজ প্রায়ই শোনা যায়।
গোয়া পুলিশের তৎপরতায় নারী পাচারচক্রে উদ্ধার দুই বাংলার তরুণী
খবর পেয়ে বারুইপুর পুরসভার কাউন্সিলর অর্চনা মল্লিক ঘটনাস্থলে পৌঁছান। তিনি বলেন, এই নেশামুক্তি কেন্দ্রটি গত ১০ বছর ধরে চলছে এবং এর আগেও অনেক রোগী মারধরের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং কীভাবে যুবকের মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।