গনগনি

ব্যুরো নিউজ, ১৪ ডিসেম্বর:কাজের ব্যস্ততার মধ্যে একেবারে সময় পাচ্ছেন না নিজের মতন করে সময় কাটানোর। অথচ ভীষণ ঘুরতে যেতে মন চাইছে।সারা সপ্তাহ অফিস করার পর একটা দিন মাত্র ছুটি থাকে ।ওই একটা দিন ব্যবহার করে আপনি ঘুরে আসতে পারেন কলকাতার একেবারে কাছে এই জায়গাটিতে। প্রকৃতির কোলে শান্তিতে নিজের সাথে একদিন সময় কাটাতে পারবেন।ঘুরে এসে নতুন উদ্যমে কাজ করার শক্তি পাবেন।

ঘুরে আসুন দুধসাগর জলপ্রপাত প্রকৃতির এক অমলিন সৌন্দর্য

গনগনি

কলকাতা থেকে মাত্র কয়েক ঘণ্টার দূরত্বে পশ্চিম মেদিনীপুর জেলায় শিলাবতী নদীর ধারে অবস্থিত এই জায়গাটিকে ‘বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন’ বলা হয়। যদি উঁচুনিচু ভূমিরূপ আর জঙ্গল আপনার পছন্দের হয়, তা হলে দারুণ লাগবে গনগনি।কলকাতার কাছেই একদিনের জন্য ঘুরে আসার আদর্শ জায়গা গনগনি।গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয় গড়বেতার গনগনিকে ।
গনগনি ইদানীং বেশ একটি জনপ্রিয় উইকএন্ড ডেস্টিনেশন হয়ে উঠেছে। কলকাতা থেকে মাত্র কয়েক ঘণ্টার দূরত্বে শিলাবতী নদীর ধারে অবস্থিত এই জায়গাটিকে ‘বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন’ও বলা হয়। জঙ্গল যদি আপনার পছন্দের হয় তা হলে চলে যেতে পারেন গনগনিতে।প্রকৃতির কোলে শান্তিতে নিজের সাথে একদিন সময় কাটাতে পারবেন এখানে।

শীতকালে এই জায়গা তার রঙিন ফুলের মেলা নিয়ে পর্যটকদের আকর্ষণ করে। এবার এক দিনের জন্য ঘুরে আসুন ফুলের দুনিয়া ক্ষীরাই

কীভাবে যাবেন – ট্রেনে অথবা বাসে গড়বেতা এবং সেখান থেকে টোটো চেপে গনগনি।

কোথায় থাকবেন – গনগনিতে থাকার কোনও জায়গা নেই, থাকতে হবে আপনাকে গড়বেতাতেই। এখানে নানা লজের মধ্যে সোনাঝুরি গেস্ট হাউজ এবং আপ্যায়ন লজ  বেশ ভাল পরিষেবা দিয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর