ওড়িশার কাশ্মীরে’

ব্যুরো নিউজ ২৬ অক্টোবর : শীতের ছুটিতে কোথাও ঘুরে আসার পরিকল্পনা করছেন? কিন্তু বুঝে উথতে পারছেন না কোথায় যাবেন । তাহলে দারিংবাড়ি হতে পারে আপনার জন্য আদর্শ গন্তব্য। পাহাড় ও সবুজের সমারোহে ভরা এই জায়গাটি আপনাকে চট করে ঘুরে আসার সুযোগ দেবে।

চকোলেট খেলেও ওজন বাড়বে না! তবে মানতে হবে কয়েকটি নিয়ম

কি কি দেখতে পাবেন ?

ওড়িশার এই শৈলশহরটি ‘ওড়িশার কাশ্মীর’ নামে পরিচিত। দারিংবাড়ি পূর্বঘাটের ঢেউ খেলানো পাহাড়, পাইন বন ও ঘন শালজঙ্গল দ্বারা ঘেরা। এখানে আপনি পাবেন প্রাকৃতিক সৌন্দর্যের অসাধারণ দৃষ্টান্ত। স্থানীয় ভাষায় ‘দারিং’ মানে উপত্যকা এবং ‘বাড়ি’ মানে ঘর। তাই ‘দারিংবাড়ি’র অর্থ দাঁড়ায়—উপত্যকার মধ্যে থাকা ঘর। এই জায়গার মনোরম প্রাকৃতিক দৃশ্যের মাঝে স্রোতস্বিনী দুলুরি নদী বয়ে চলেছে।দারিংবাড়ির দর্শনীয় স্থানগুলির মধ্যে পুতুদি জলপ্রপাত, লুদু জলপ্রপাত এবং মড়ুবান্দা জলপ্রপাত উল্লেখযোগ্য। এখানকার লাভার্স পয়েন্ট ও সানসেট পয়েন্ট থেকে সূর্যাস্তের দৃশ্য অবর্ণনীয়। পাহাড়ি অঞ্চলের মধ্যে পাইনের ঘন বন ও কফির বাগিচা আপনাকে মুগ্ধ করবে।

বিবাহের পথে বাধা পাচ্ছেন? শনিদেবকে সন্তুষ্ট করতে আজ থেকেই শুরু করুন এই কাজগুলি

কীভাবে যাবেন?

ভুবনেশ্বর বিমানবন্দর থেকে দারিংবাড়ির দূরত্ব প্রায় ২৯০ কিলোমিটার। হাওড়া বা শিয়ালদহ থেকে ট্রেন নিয়ে ব্রহ্মপুর রেল স্টেশনে নেমে সড়কপথে যেতে হবে ১৩০ কিলোমিটার। সড়কপথে গেলে ফুলবনি বাস স্ট্যান্ড থেকে বাস পাবেন। কলকাতা থেকে গাড়ি নিয়ে যেতে চাইলে এটি ৭০০ কিলোমিটারের কাছাকাছি।

কোথায় থাকবেন?

দারিংবাড়িতে থাকার জন্য বেশ কিছু ছোট-বড় হোটেল রয়েছে। যদি এখানে থাকার জায়গা না পান, তবে ব্রহ্মপুরে অসংখ্য হোটেল রয়েছে। বরকুল বা রম্ভাতেও থাকতে পারেন, যেখানে ওড়িশা পর্যটন দফতরের পান্থনিবাস রয়েছে।

তাহলে আর দেরি কেন? এখনই বেরিয়ে পড়ুন দারিংবাড়ির সৌন্দর্য উপভোগ করতে! আপনার মন্তব্য জানাতে ভুলবেন না এবং অন্য কোন গন্তব্যের উপর প্রতিবেদন চাইলে জানান!

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর