ব্যুরো নিউজ ১৬ নভেম্বর : উত্তুরে হাওয়ার হিমেল ছোঁয়ায় শীতের আমেজ শুরু হয়েছে বাংলায়। পারদ নামতে শুরু করতেই উত্তরবঙ্গমুখী পর্যটকদের ভিড় বাড়ছে। শৈলশহরের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রস্তুতি নিচ্ছেন ভ্রমণপিপাসুরা। এরই মধ্যে পর্যটকদের জন্য সুখবর নিয়ে এসেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। দীর্ঘ সাড়ে তিন মাস বন্ধ থাকার পর রবিবার থেকে আবারও শুরু হচ্ছে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং টয় ট্রেন পরিষেবা।
পূর্বরেলে গ্রুপ সি ও ডি পদে নিয়োগ শুরু, জেনে নিন বিস্তারিত
পাহাড়ের পর্যটন শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টয় ট্রেন
বারবার ধসের কারণে টয় ট্রেন পরিষেবা বন্ধ ছিল। বর্ষাকালে পাহাড়ে ধস নেমে রেললাইনে ক্ষতি হয়। লাইন মেরামতের কাজ শেষ করতে বেশ সময় লেগেছে। তবে শীতের সময়ে ধসের প্রকোপ কম থাকায় এবং ইউনেসকোর সতর্কবার্তার পর তৎপর হয়েছে রেল কর্তৃপক্ষ। সমস্ত মেরামতি ও ট্রায়াল রান শেষে পরিষেবা চালুর অনুমতি দেওয়া হয়েছে।শীতের ছুটিতে দার্জিলিং যাওয়ার পরিকল্পনা করা পর্যটকদের কাছে এটি একটি বিশেষ আকর্ষণ। আঁকাবাঁকা পাহাড়ি পথে টয় ট্রেনের যাত্রা দার্জিলিংয়ের চা-বাগানের সৌন্দর্য ও পাহাড়ি গ্রামগুলোর নৈসর্গিক দৃশ্য উপভোগ করার এক অনন্য সুযোগ।টয় ট্রেন পরিষেবা বন্ধ থাকায় সুকনা, রংটংসহ বিভিন্ন স্টেশনের দোকানদারদের ব্যবসায় ক্ষতি হচ্ছিল। পরিষেবা চালু হওয়ায় তাঁরা দারুণ খুশি। পর্যটকদের আনাগোনা বাড়লে তাঁদের ব্যবসায় গতি আসবে।হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল জানান, “টয় ট্রেন চালু হওয়া পাহাড়ের পর্যটন শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে পর্যটক সংখ্যা যেমন বাড়বে, তেমনই ব্যবসায়ীরাও লাভবান হবেন।”
আফ্রিকার সিংহবধ, ভারতের কাছে হারলো প্রোটিয়ারা
দীর্ঘ বিরতির পর টয় ট্রেন চালুর খবর পর্যটকদের পাশাপাশি স্থানীয়দের মনেও খুশির হাওয়া বইয়ে দিয়েছে। রবিবার থেকে পাহাড়ের পথে আবারও ছুটবে এই নস্টালজিক ট্রেন, যা পর্যটন শিল্পে নতুন আশার আলো জাগাবে।