ব্যুরো নিউজ, ৪ ডিসেম্বর : দার্জিলিঙে বেড়াতে এসে মারা গেছেন কলকাতার ২৮ বছরের পর্যটিকা অঙ্কিতা ঘোষ। দমদমের অশোকনগরের বাসিন্দা অঙ্কিতা বন্ধুদের সঙ্গে দার্জিলিং বেড়াতে গিয়েছিলেন। মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। বন্ধুরা তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতাল নিয়ে যান কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
মালদায় বাংলাদেশি নাগরিকদের হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত
রাতের খাবার শেষেই শারীরিক অবস্থার অবনতি হয়
অঙ্কিতা প্রথমে সান্দাকফু বেড়াতে গিয়েছিলেন এবং সেখান থেকে ফিরে এসে টুমলিঙে একটি হোমস্টে-তে ওঠেন। সেখানে রাতের খাবার শেষে ঘুমোতে যান।তারপর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বন্ধুরা প্রথমে তাকে সুখিয়াপোখরি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান তবে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে দার্জিলিং জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।
রায়গঞ্জে বিস্কুট কারখানায় অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়ালো এলাকায়
দুঃখজনকভাবে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানানো হবে। এই মৃত্যুর ঘটনা দার্জিলিঙে পর্যটকদের জন্য এক শোকাবহ মুহূর্ত সৃষ্টি করেছে। এর আগে সান্দাকফু থেকে ফেরার পথে আরেক পর্যটক ৬৫ বছর বয়সী আশিস ভট্টাচার্যও মারা যান। যার মৃত্যুর কারণ হিসেবে উচ্চতা সম্পর্কিত শারীরিক সমস্যা ধরা হয়েছিল।