ব্যুরো নিউজ, ৩ অক্টোবর :পাহাড়ে লাগাতার বৃষ্টির কারণে ঘটছে বিপর্যয় পরিস্থিতি। ভারী বর্ষণে দার্জিলিং ও কালিম্পং এলাকায় শুরু হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। আলিপুর আবহাওয়া অফিস আগেই পূর্বাভাস দিয়েছিল। বঙ্গোপসারের নিম্নচাপের ফলে এই বৃষ্টির আগমন হতে পারে। সেই পূর্বাভাস সত্যি হয়েছে এবং ফলে পাহাড়ের অবস্থা হয়ে পড়েছে উদ্বেগজনক।
নবরাত্রি আগে শোকের ছায়ায় আমির খান এবং রীণা দত্তের বন্ধুত্ব
দার্জিলিং রাস্তা বন্ধ
বাংলাদেশ সীমান্তে উদ্ধার হল আলপাকা নামে এক আজব প্রাণী!
বৃষ্টির জেরে ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে গেছে। আর এর মধ্যে একটি ভয়াবহ ধসের ঘটনা ঘটেছে। এই ধসে মৃত্যু হয়েছে এক ৭৮ বছরের বৃদ্ধের। যার নাম রঘুবীর রাই। তিনি দার্জিলিং থেকে প্রায় ২২ কিলোমিটার দূরের বুজুওয়া গ্রামে থাকতেন। আজ সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় আচমকা ধস নামে এবং তাঁর মৃত্যু হয়।
দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টিপাত, জেলায়-জেলায় সতর্কতা জারি
অন্যদিকে, পর্যটকদের জন্য আশার কথা হচ্ছে। দার্জিলিংয়ে আপাতত কোনো পর্যটক আটকে নেই। যারা রয়েছেন তারা নিরাপদেই। তবে, স্কুল বন্ধ হওয়া এবং যোগাযোগের পথ বন্ধ হয়ে যাওয়ার কারণে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েক সপ্তাহ আগে ভয়াবহ গরমের পর, এই বৃষ্টির জেরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।