darjeeling-disaster-pujo-rain

ব্যুরো নিউজ, ৪ অক্টোবর :দুর্গা পুজোয় দার্জিলিং পাহাড়ে প্রকৃতি যেন প্রলয় মূর্তি ধারণ করেছে। প্রবল বর্ষণে একাধিক স্থানে ধসের ঘটনা ঘটেছে। এই অবস্থায় ছোট রঙ্গীত নদীর ওপর নির্মিত একটি সেতু ভেসে গেছে। দার্জিলিং শহরের সঙ্গে যোগাযোগ সহজ করতে স্থানীয় বাসিন্দাদের দ্বারা নির্মিত সেতুটি বৃহস্পতিবার থেকে জল বইতে শুরু করে, ফলে সেতুর একাংশ সম্পূর্ণরূপে ভেসে যায়।

পুজোর আনন্দে বিষন্নতার ছোঁয়া, তরুণী চিকিৎসকের আবক্ষ মূর্তি নিয়ে বিতর্ক

সেতু ভেঙে বিপর্যয়

বিদায় বেলায় ইস্টবেঙ্গলকে আবেগঘন বার্তা কার্লেস কুয়াদ্রাতের

এই সেতু, যা দোলনা সেতুর নীচে অবস্থিত, স্থানীয়দের সাহায্যে ২০ লক্ষ টাকা বিনিয়োগ করে নির্মাণ করেছিলেন হামরো পার্টির নেতা অজয় এডওয়ার্ড। সেতুটির মাধ্যমে সিমটাং চা-বাগান ও বিজনবাড়ির সঙ্গে দার্জিলিংয়ের যোগাযোগ সহজ হয়েছিল। সেতু ভেসে যাওয়ায় স্থানীয়দের জীবনে বিপর্যয় নেমে এসেছে।

ডায়াবেটিসের বিরুদ্ধে নতুন ভ্যাকসিন, বাঙালি বিজ্ঞানীর বিপ্লবী আবিষ্কার!

ঘূর্ণাবর্তের প্রভাবে গত কয়েকদিন ধরে দার্জিলিংয়ে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। যার ফলে একাধিক স্থানে ধসের ঘটনা ঘটেছে। বুধবার রাতে দার্জিলিং রক গার্ডেন যাওয়ার পথে ধস নেমে যানচলাচল বন্ধ হয়ে যায়। সেখানে ধসের ফলে এক বৃদ্ধের মৃত্যু ঘটার খবরও পাওয়া গেছে।

পূর্বাভাস অনুসারে, পুজোর সময় দার্জিলিংসহ গোটা পাহাড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিজয়া দশমী ও লক্ষ্মীপুজোর মধ্যে আবহাওয়ার উল্লেখযোগ্য উন্নতি হতে পারে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর