ব্যুরো নিউজ, ২৩ মে : ক্রমশ শক্তি বাড়াচ্ছে সাইক্লোন রেমাল। ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল নিয়ে আশঙ্কা তৈরি হচ্ছিল। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৬ মে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলের কোনো একটি এলাকায় ল্যান্ডফল হতে পারে। সিভিয়ার সাইক্লোন হিসেবে ল্যান্ডফল হবে বলে হাওয়া অফিস সূত্রে খবর।
অপসারিত করা হলো দুই IAS আধিকারিককে
ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় রেমাল
বুধবার আড়াইটে নাগাদ যে নিম্নচাপ তৈরি হয়েছে তা একই জায়গায় থেকে জ্বলীয় বাষ্প সংগ্রহ করছে, সঙ্গে শক্তিবৃদ্ধিও করছে। শুক্রবার সকাল ৮টা নাগাদ এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে শক্তি সংগ্রহ করতে করবে। এরপর এটি উত্তর পূর্ব অর্থাৎ মায়ানমার সাগরের দিকে এগোতে থাকবে বলে মৌসম ভবন সূত্রে খবর। শনিবার এটি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে বলে আবহাওয়া বিজ্ঞানীদের অনুমান। এই নিম্নচাপটি সম্পূর্ণরূপে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পরই মৌসম ভবন এর ল্যান্ডফল সম্পর্কে ধারণা দিতে পারবে। ঘূর্ণিঝড়ের গতিবেগ প্রতি ঘণ্টায় ৬৫ থেকে ৭০ কিলোমিটার হতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর।
বাংলাদেশি সাংসদের মৃত্যুতে সামনে এল ভয়ঙ্কর তথ্য! কি সিসিটিভি ফুটেজে মিলেছে?
শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বা মাঝরী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো হাওয়া বইবে। এর মধ্যে শুক্রবার উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর ,পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি হবে বলে হাওয়া অফিস অফিস সূত্রে খবর। অন্যদিকে শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে। সঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।