ব্যুরো নিউজ, ৩০ নভেম্বর : তামিলনাড়ুর উপকূলে শনিবার বিকেলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘ফেনজল’। এটি তামিলনাড়ুর পুদুচেরি থেকে ১৫০ কিলোমিটার পূর্বে, চেন্নাই থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং নাগাপত্তিনম থেকে ২১০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজ্যের উপকূলবর্তী এলাকায় প্রবল বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে। এর ফলস্বরূপ ছ’টি জেলায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে এবং সন্ধ্যা ৭টা পর্যন্ত চেন্নাই বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কলকাতায় বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার, উদ্ধার ভুয়ো পরিচয়পত্র
শুক্রবার থেকেই চেন্নাইসহ বেশ কয়েকটি এলাকা বৃষ্টিতে ভাসছে
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বেশ কিছু বিমান বাতিল করা হয়েছে এবং চেন্নাইগামী অনেক বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে। ইন্ডিগো বিমান সংস্থা তাদের পরিষেবা আপাতত বন্ধ করেছে। শনিবার সকাল থেকে ২২টি বিমান বাতিল করা হয়েছে। চেন্নাইয়ের পাশাপাশি, পুদুচেরি, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম এবং চেঙ্গলপাট্টু অঞ্চলেও বৃষ্টির পরিমাণ বাড়ছে।মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়ের কারণে আগামী ২-৩ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তামিলনাড়ুর পাশাপাশি, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, কেরল এবং অভ্যন্তরীণ কর্নাটকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।শুক্রবার থেকে চেন্নাইসহ বেশ কয়েকটি এলাকা বৃষ্টিতে ভাসছে এবং ১৩৪টি এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। শনিবারের ঘূর্ণিঝড়ের কারণে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, এবং সর্বাধিক গতিবেগ হতে পারে ঘণ্টায় ৯০ কিলোমিটার।
উরস উৎসবের কারণে বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু ও বিদ্যাসাগর সেতু
নিরাপত্তার কারণে, তামিলনাড়ু সরকারের নির্দেশে চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, চেঙ্গলপাট্টু অঞ্চলের সব স্কুল-কলেজ বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। সরকারি কর্মী এবং তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। পুদুচেরিতে সমুদ্রসৈকত খালি করে দেওয়া হয়েছে এবং পর্যটকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে।