ব্যুরো নিউজ, ২৩ অক্টোবর :বাংলার আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে যা সকলের নজরে এসেছে। শুধু বাংলা নয়, এই কালো মেঘ ওড়িশাতেও প্রবলভাবে ঘনিয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে ঘূর্ণিঝড় ডানা। যা ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে।
ঘূর্ণিঝড় ডানার কারণে প্রায় দেড়শোটিরও বেশি ট্রেন বাতিল শিয়ালদা ডিভিশনে
বাংলায় বৃষ্টির সতর্কতা
ঘূর্ণিঝড় ডানার প্রভাব কাটাতে প্রস্তুতি নিচ্ছে বিমানসংস্থা
আবহাওয়া দপ্তর সূত্র অনুযায়ী ইতিমধ্যে উপকূলে আকাশে মেঘ জমতে শুরু করেছে। কলকাতার আকাশও সকাল থেকে মেঘে ঢাকা আগামী ২ দিন দক্ষিণবঙ্গে লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে আতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ১২০ কিমি বেগে ঝড় বইতে পারে। কলকাতায় সর্বোচ্চ ৮০ কিমি বেগে দমকা বাতাসেরও সম্ভাবনা রয়েছে।
বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় ‘ডানা’র আগমন আতঙ্ক বাংলায়
যদিও মেঘ ঢুকলেও আজ কলকাতা এবং তার আশপাশের এলাকায় তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও-কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি সম্ভাবনা রয়েছে। তবে আকাশ মেঘলাই থাকবে।উপকূলবর্তী অঞ্চল যেমন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।