ব্যুরো নিউজ,১৮ নভেম্বর:বর্তমানে সাইবার অপরাধ বেড়ে যাওয়ার কারণে প্রতারকরা বিভিন্ন ধরনের প্রতারণার মাধ্যমে মানুষের থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এর মধ্যে “ডিজিটাল গ্রেফতারি” নামে একটি নতুন ধরনের প্রতারণা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সম্প্রতি কেরলে ঘটে গেল এমনই এক ঘটনা, যেখানে ভুয়ো পুলিশ সেজে এক সাইবার প্রতারক একজন আসল পুলিশ অফিসারের ফোনে প্রতারণা করতে গিয়ে ধরা পড়ল।
বাংলার দুই নেতা মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডেঃ শুভেন্দু-অধীরের রাজনৈতিক প্রচার
‘ত্রিশুর পুলিশ সত্যিই দারুণ কাজ করেছে’
মঙ্গলবার ত্রিশুর থানার এক পুলিশ অফিসারকে ফোন করে এক ব্যক্তি, যে নিজেকে পুলিশ বলে পরিচয় দেয়। ফোন করার সময় সে পুলিশের পোশাক পরিহিত ছিল এবং দাবি করেছিল যে, সে মুম্বাই পুলিশের একজন অফিসার। কিন্তু আসল পুলিশ অফিসার তা বুঝতে পেরে, তাকে ধরতে কোনো রকম তাড়াহুড়ো না করে বেশ ধৈর্য্য নিয়ে কাজ শুরু করেন।প্রতারক যখন ফোনে কথা বলছিল, তখন আসল পুলিশ অফিসার নিজের পরিচয় প্রকাশ করেননি। কারণ তিনি ডিউটিতে ছিলেন এবং তার ক্যামেরা কাজ করছিল না। তবে ফোনের মাধ্যমে তিনি প্রতারকের সঙ্গে কথা বলে তার পরিচয় এবং অবস্থান জানতে পারেন। কিছু সময় পর, পুলিশ অফিসার ক্যামেরার সামনে আসেন এবং প্রতারক তা দেখার পর একেবারে চুপ হয়ে যান। আসল পুলিশকে দেখে তার চেহারায় চিন্তার ছাপ স্পষ্ট হয়ে যায়, কারণ সে বুঝতে পারে যে, সে একটি বড় ভুল করেছে।
অবশেষে, পুলিশের এই অফিসার প্রতারককে সতর্ক করে দেন। তিনি বলেন, ‘আমরা আপনার অবস্থান জানি এবং এখন আপনার ঠিকানা ও অন্যান্য তথ্য সংগ্রহ করেছি। আপনি এসব কাজ বন্ধ করুন, এটা একটি সাইবার সেল।’ এরপর পুলিশ অফিসার তাকে সতর্ক করে জানান, এই ধরনের অপরাধ বন্ধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে।ত্রিশুর পুলিশ ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর, সেটি ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা পুলিশের দক্ষতার প্রশংসা করেছেন এবং অনেকেই কমেন্টে তাদের অভিবাদন জানিয়েছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘ত্রিশুর পুলিশ সত্যিই দারুণ কাজ করেছে।’