ব্যুরো নিউজ, ৬ সেপ্টেম্বর :শশা হল এমন এক ফল যা হাজার গুণে সমৃদ্ধ। পুজোর হোক বা নানা রকম অনুষ্ঠানে শশা থাকবেই। স্যালাড হিসাবে শশা কিন্তু ভীষণ উপকারি। রোগা হতে হোক বা রূপচর্চায় দারুন কার্যকারী হল শশা। শশার থেকেও কিন্তু শশার খোসায় রয়েছে আরও বিশেষ উপকারিতা।তা আপনি কি জানেন?
আরজি কর কান্ডের শুনানি পিছিয়ে যাওয়ার নেপথ্যে কারন কি? কবে হবে শুনানি?
জেনে নিন কি কাজে লাগাবেন খোসা?
আরজি কর কাণ্ড নিয়ে আরো একটি চাঞ্চল্যকর তথ্য আনলেন নির্যাতিতার বাবা-মা
ব্রণর সমস্যা দূর করতে শশার খোসা ভীষণ উপকারী। কারণ শশার খোসায় থাকে এন্টিঅক্সিডেন্ট। যা ত্বকের ভিতরে থাকা সজীব কোষকে জাগিয়ে তোলে।
শশার খোসা ত্বকের আদ্রতা ফিরিয়ে আনতে বিশেষ ভূমিকা পালন করো। যদি আপনি শশার খোসা মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়ে মুখে ১০ থেকে ১৫ মিনিট লাগিয়ে রাখেন তাহলে ত্বক হয়ে উঠবে আরও ঝলমলে।
৪ সেপ্টেম্বর রাতের প্রতিবাদে সাধারন মানুষ থেকে অভিনেতা-অভিনেত্রী সহ গায়ক-গায়িকা
এছাড়া সবজি ডেকোরেশনের কাজে শশার খোসা ব্যবহার করতে পারেন। পানীয় গার্নিশ করার সময় শশা ব্যবহার করলে তা ভালো দেখায়।শশার খোসা বাগানের যত্ন নিতে দারুণ উপকারী। কারণ এতে রয়েছে ভিটামিন ,খনিজের মতো উপাদান যা গাছের গোড়ায় পুষ্টি জোগাতে সাহায্য করে। এর প্রভাবেই গাছ দ্রুত বেড়ে ওঠে।



















