criminal-attack-in-sskm-hospita

ব্যুরো নিউজ ১৪ অক্টোবর : এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ঘটে যাওয়া একটি মারাত্মক দুষ্কৃতী হামলার ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে রয়েছেন আরমান বড়ুয়া, জিৎ ঘোষ, অভিজিৎ ঘোষ, নিয়াজ আহমেদ এবং শাহনওয়াজ আলি খান। এরা সবাই আলিপুর এবং চেতলার বাসিন্দা।

সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শোরগোল ফেলে দিয়েছেন কলকাতার এই সুন্দরী অর্চনা বিজয়

জুনিয়র ডাক্তারদের অভিযোগ

রবিবার সকালে আনুমানিক ৮টা নাগাদ কিছু যুবক বাইকে করে হাসপাতালের মধ্যে প্রবেশ করে। তাদের হাতে ছিল হকি স্টিক, লাঠি এবং উইকেট। এ সময় এক রোগীর আত্মীয় সেখানে ছিলেন। দুষ্কৃতীরা তাকে মারধর করে এবং তাঁর মাথায় আঘাত করে, যা সেখানেই চিকিৎসা করা হয়।জুনিয়র ডাক্তারদের অভিযোগ, ট্রমা কেয়ার সেন্টারে ঘটনার সময় কোনও পুলিশ উপস্থিত ছিল না। পরে গণ্ডগোলের খবর পেয়ে কিছু পুলিশ কর্মী সেখানে আসলেও তারা কোন কার্যকর পদক্ষেপ নেননি। ফলে দুষ্কৃতীরা নির্বিঘ্নে তাণ্ডব চালিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয় সূত্রের খবর, এই হামলা মূলত দুটি গোষ্ঠীর মধ্যে বিবাদের কারণে ঘটেছে।

পুজো দেখে ফেরায় পথ দুর্ঘটনায় তিন যুবকের প্রাণহানি

পুলিশ বর্তমানে ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করেছে, যার মধ্যে ১৮৯(২), ১৮৯(৪), ১১৭(১), ১১৮(১), ৩২৪(৬) এবং ১০৩ ধারার উল্লেখ রয়েছে। ধৃতদের সোমবার আদালতে হাজির করা হবে। এই ঘটনা পুরোপুরি তদন্তাধীন এবং আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর