ব্যুরো নিউজ, ১৯ মে : আবারও কি ফিরছে করোনার আতঙ্ক। আবারও কি সেই ভয়ঙ্কর দিনের সন্মুখীন হতে হবে? কারণ ইতিমধ্যে করোনার নতুন উপপ্রজাতির সন্ধান মিলেছে। আর যা বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্যমন্ত্রকের। ইতিমধ্যে প্রায় ৩০ জনের শরীরের করোনার নতুন উপপ্রজাতির উপসর্গ মিলেছে। কর্ণাটক, মহারাষ্ট্র, কেরলের পর চিন্তা বাড়ছে বাংলার।
কোভিড ভ্যাকসিন তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা
করোনার নতুন উপপ্রজাতি চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্যমন্ত্রকের
স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, এখনও পর্যন্ত সারা দেশে নতুন উপপ্রজাতির করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭২ জন। এর মধ্যে বাংলার ৩০ জনের শরীরে উপপ্রজাতির করোনা ভাইরাসের নমুনা রয়েছে। উল্লেখ্য, বাংলা থেকে হত চারমাসে যাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল তাদের মধ্যে ৩০টি নমুনা পজিটিভ এসেছে। অর্থাৎ তারা কেপি.২ নতুন উপপ্রজাতির করোনা ভাইরাসে আক্রান্ত। আর এই তথ্য সামনে আসার পরেই উদ্বেগ বাড়ছে স্বাস্থ্যমন্ত্রকের। উল্লেখ্য, গত এক সপ্তাহে পাঁচজনের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই হাসপাতালে বেশ কয়েকজন ভর্তিও হয়েছে।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে আবার কি সেই অন্ধকার দিন ফিরে আসবে? আবার কি মুখে মাস্ক ঢেকে বাইরে বেরতে হবে? যদিও এই বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এখনও কোনও নির্দেশিকা জারি করা হয়নি।