Court orders 'Hindu married women to wear vermilion'
ব্যুরো নিউজ, ২৪ মার্চ: হিন্দু ধর্মে মনে করা হয়, স্ত্রী তার সিঁদুরের শক্তিতে স্বামীকে যে কোনও বিপদ থেকে বাঁচাতে পারে। তাই ধর্মে বিবাহিত মহিলাদের সিঁদুর পরার রীতি রয়েছে। এবার হিন্দু বিবাহ রীতি সংক্রান্ত এক মামলায় হিন্দু বিবাহিত মহিলাদের সিঁদুর পরার নির্দেশ দেয় আদালত। 
বাবা টাকা দিতে রাজী না হওয়ায় দুষ্কৃতী ডেকে গুলি করে খুন করাল ছেলে!
Advertisement of Hill 2 Ocean
ওই দম্পতির বিবাহিত সম্পর্ক অনেক বছরের। এমনকি তাদের ৫ বছরের একটা ছেলেও আছে। কিন্তু, স্বামীকে ছেড়ে তিনি আলাদাই থাকেন। জানা গিয়েছে ৫ বছর আগেই তিনি তার শশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে গিয়ে ওঠেন। এমনকি মাথায় সিঁদুর টুকুও নেই। এমনটাই সামনে আসে এই মামালায়। কিন্তু ওই সন্তানের বাবা তার স্ত্রীকে ফেরৎ পেতে আদালতের কাছে আবেদন জানায়। মধ্যপ্রদেশের ইন্দোরে এক পারিবারিক আদালতে ওঠে মামলাটি। 
গার্ডেনরিচ কাণ্ডে বাড়ল মৃতের সংখ্যা

হিন্দু বিবাহ রীতি সংক্রান্ত এই মামলার শুনানিতে মধ্যপ্রদেশের ইন্দোরের এক পারিবারিক আদালতের মুখ্য বিচারক এন পি সিং বলেন, বিয়ের পর প্রতিটি হিন্দু মহিলাকেই মাথায় সিঁদুর পরতে হবে। কারণ এটাই রীতি। নির্দেশিকা জারি করেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর