আন্তর্জাতিক নারী দিবসে সম্পূর্ণ মহিলা পরিচালিত হতে চলেছে কোচবিহার রেল স্টেশন

ব্যুরো নিউজ,৮ মার্চ:আন্তর্জাতিক নারী দিবস (৮ মার্চ, ২০২৫) উপলক্ষে নারী শক্তিকে সম্মান জানাতে এবং নারীর ক্ষমতায়নকে আরও প্রসারিত করার লক্ষ্যে এক বিশেষ পদক্ষেপ নিল ভারতীয় রেলের আলিপুরদুয়ার ডিভিশন। এবার থেকে কোচবিহার রেল স্টেশন হবে সম্পূর্ণভাবে মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত একটি স্টেশন

আন্তর্জাতিক নারী দিবসের সংগ্রামের ইতিহাস ও উদযাপনের পথচলা

এক নতুন পথচলার শুরু

রেল সূত্রের খবর অনুযায়ী, কোচবিহার স্টেশনে ইতিমধ্যেই এই বদলের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ৮ মার্চ থেকে স্টেশন মাস্টার, টিকিট পরীক্ষক, টিকিট কাউন্টারের কর্মী, নিরাপত্তার দায়িত্বে থাকা আরপিএফ সদস্যসহ সকল দায়িত্ব সামলাবেন শুধুমাত্র মহিলারা। এটি আলিপুরদুয়ার ডিভিশনের প্রথম স্টেশন, যা সম্পূর্ণ মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত হবে।

কোচবিহার স্টেশনের ঐতিহাসিক গুরুত্ব

আলিপুরদুয়ার ডিভিশনের অধীনে ৮৫টি স্টেশনের মধ্যে কোচবিহার অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন। এই স্টেশনটি ব্রিটিশ শাসনামলে তৈরি হয়েছিল এবং সেই সময় রাজা-মহারাজারা এখান থেকে ট্রেনে চড়ে কলকাতা যাতায়াত করতেন। এর ঐতিহাসিক গুরুত্বের জন্য কোচবিহার রেল স্টেশনকে হেরিটেজ স্টেশন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বর্তমানে এটি নিউ কোচবিহার ও বামনহাট রেল রুটের মধ্যে অবস্থিত

ভারতে এর আগে কোথায় কোথায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে?

কোচবিহারই প্রথম নয়, ভারতের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই সম্পূর্ণ মহিলা পরিচালিত স্টেশন রয়েছেউত্তরবঙ্গের শিলিগুড়ি টাউন স্টেশন এই তালিকায় একটি গুরুত্বপূর্ণ নাম। এবার কোচবিহার স্টেশনও সেই তালিকায় যুক্ত হতে চলেছে

ঢাকার রাস্তায় উত্তেজনা, হিজবুত তাহরিরের মিছিল ছত্রভঙ্গ করল পুলিশ

সরকারি ঘোষণার অপেক্ষা

রেল মন্ত্রক ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে যে ৮ মার্চ, ২০২৫-এ একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে কোচবিহার স্টেশনকে সরকারিভাবে ‘সম্পূর্ণ মহিলা পরিচালিত রেল স্টেশন’ হিসেবে ঘোষণা করা হবে। এই উদ্যোগ নারীর ক্ষমতায়নকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে এবং প্রমাণ করবে যে নারীরা সকল ক্ষেত্রেই সমানভাবে দক্ষ।এই বিশেষ পদক্ষেপ নারী দিবসের মূল ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর