ব্যুরো নিউজ, ১১ অক্টোবর :ত্রিধারা সম্মিলনীতে ‘বিচার চাই’ স্লোগান দিতে গিয়ে গ্রেফতার হওয়া ন’জন চিকিৎসককে ৭ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। শুনানির সময় চিকিৎসকদের আইনজীবী দাবি করেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ আন্দোলনে বাধা দেয়, এবং রাত ১১.৩৫ মিনিটে এফআইআর দায়ের করা হয়। তিনি উল্লেখ করেন, ওই সময় স্বাস্থ্য ভবনে একটি গুরুত্বপূর্ণ মিটিং চলছিল, যা পুলিশি বাধার কারণে ভেস্তে যায়। আইনজীবীর দাবি, এই গ্রেফতারি মূলত ওই মিটিংয়ের ফলাফল না হয়। যদি তা না হতো, তাহলে পুলিশ তাদের আগেই মুক্তি দিত।
জায়গার নাম ইমামবাড়া হলেও এখানে দুর্গাপুজো হিন্দু-মুসলিম মিলেমিশে হয়
ডাক্তাদের মুক্তির দাবি
পিপির বক্তব্য, ‘ এটা কোনও স্বতঃপ্রণোদিত মামলা নয়। একজন সাধারণ মানুষ অভিযোগ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে।’ তিনি প্রশ্ন করেন, “প্রতিবাদের জন্য কি এ ধরনের জায়গা উপযুক্ত?” পিপি আরও উল্লেখ করেন, প্যান্ডেলে প্রচণ্ড ভিড় ছিল, এবং সেখানে যদি দুর্ঘটনা ঘটত, তবে তা কার দায়িত্বর মধ্যে পড়বে?
পিতৃহারা ‘গোয়া’-‘স্প্রাইট’ রতন টাটার প্রয়াণে স্তব্ধতা
পুলিশ আদালতে দাবি করেছে, এই ঘটনায় তিনজন পুলিশ কর্মী এবং সাধারণ মানুষ আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, আন্দোলনের প্রতি তাদের কোনও আপত্তি নেই, তবে বিশৃঙ্খলার বিরুদ্ধে তারা কঠোর অবস্থানে রয়েছে। গ্রেফতার হওয়া ন’জনের মধ্যে কেউ চিকিৎসক নয় বলেও পুলিশ দাবি করেছে। বুধবার ‘অভয়া পরিক্রমা’ কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনকারী চিকিৎসকেরা ত্রিধারা সম্মিলনীর মণ্ডপে গিয়ে স্লোগান দিতে শুরু করেন, যার পর তাদের গ্রেফতার করা হয়।