অস্ট্রেলিয়ায় পাদিক্কাল নিশ্চিত

ব্যুরো নিউজ,২০ নভেম্বর:অস্ট্রেলিয়ার পার্থে গড়ে ওঠা নতুন স্টেডিয়াম অপ্টাসে ব্যাটে ৬ নম্বরে ধ্রুব জুয়েল প্রায় পাকা। সেই সঙ্গে আহত সুখমান গিলের জায়গায় দেবদত্ত পাডিক্বাল প্রায় নিশ্চিত। অন্তত যেভাবে পাডিক্বালকে নেটে ব্যাট করতে দেখা গেল তাতে পাডিক্বাল নিয়ে নিশ্চয়তা থাকছেই। তবে বাংলার অভিমন্যু ঈশ্বরনের তেমন জায়গা হবে না বলেই ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা। সেই সঙ্গে ইন্ডিয়া স্কোয়াডে তৃতীয় পেসার হিসাবে লড়াইয়ে রয়েছেন প্রশিধ কৃষ্ণ হর্ষিত রানা ও আকাশ দীপ।

উত্তরবঙ্গে নতুন ফায়ার স্টেশন, ফায়ার লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করার ব্যবস্থা চালু

গাভাসকারের রেকর্ড ভাঙবে কি ?

দীর্ঘদিন পরে সৌরভ গাঙ্গুলীর পর ভারত ওপেনার অথবা টপ অর্ডারে পাচ্ছে বাঁহাতি ব্যাটসম্যানকে। ৬ নম্বর ব্যাটার হিসেবে লড়াইয়ে থাকছেন ধ্রুব জুরেল ও সরফরাজ খান। ধ্রুব জুরেলকে বাউন্সি উইকেটে অনেকটা আত্মবিশ্বাসী বলেই মনে করছেন কোচ গৌতম গম্ভীর। প্রথম ১১ য় ধ্রুব জুরেল থাকছেন বলেই তারা মনে করছেন। আর কেএল রাহুলকে ৬ নম্বরে দেখতে চান প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। টিমে স্বীকৃত স্পিনার হিসেবে রবিচন্দন অশ্বিন জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের মধ্যে একজন খেলবেন। তবে ক্যাপ্টেন বুমরার সঙ্গে পেশার হিসাবে সিরাজ থাকছেন। ফলে পেস বোলিং এর সঙ্গে স্পিনারদের ঠিক তালমিল হলে আর উইকেটের সাহায্য কিছুটা পাওয়া গেলে বলে ভেলকি দেখাতে পারেন তারা।

ভারতে মেসি ম্যাজিকে মাতোয়ারা হবে কেরল, দীর্ঘ ১৪ বছর পর ফের আসছেন ফুটবল রাজপুত্র

তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের দেশের মাটিতে ভারতকে সহজেই তারা জায়গা ছেড়ে দেবেন না। নীতিশ কুমার রেড্ডিকে অলরাউন্ডার হিসেবে ভাবছেন কর্তারা। যদি নীতিশ সুযোগ পান তাহলে ভারত তিন পেশার নিয়ে খেলবে। অস্ট্রেলিয়ায় এই খেলাকে কেন্দ্র করে এখন প্রাক্তন ক্রিকেটাররা তাকিয়ে আছেন সেখানে সুনীল গাভাসকারের পর বেশি রান কেউ করতে পারেন কিনা। ১৯৭৭ সালে সবচেয়ে বেশি রান করেছিলেন গাভাসকারের  ১২৭। এবার সেই রেকর্ড কোহলি ভাঙতে পারেন কিনা অথবা ধ্রুব জুড়েল কিংবা দেবদত্ত পাডিক্বাল অথবা কে এল রাহুল কে রেকর্ড ভাঙতে পারেন সেদিকেই তাকিয়ে আছেন অনেকেই। তবে প্রথম ১১ ই থাকার জন্য ভারতীয় দলের সমস্ত ক্রিকেটারই সারাদিন ঘাম ঝরাচ্ছেন। ভারতীয় দল তাদের প্রস্তুতি নিয়েও যথেষ্ট সন্তুষ্ট। পারথে টেস্টের জন্য সকলেই মুখিয়ে আছেন ভালো পারফরম্যান্স করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর