অপহৃত হয়ে ২৪ ঘণ্টা বিভীষিকায় কাটালেন সুনীল পাল

ব্যুরো নিউজ,৬ ডিসেম্বর:মুম্বইয়ের জনপ্রিয় কৌতুকাভিনেতা সুনীল পাল সম্প্রতি এক মারাত্মক পরিস্থিতির শিকার হয়েছিলেন। ২ ডিসেম্বর হরিদ্বারে এক অনুষ্ঠানে যাওয়ার পথে তিনি অপহৃত হন। সুনীল পাল তার ঘটনার ভয়াবহতা শেয়ার করেছেন এবং জানিয়েছেন অপহরণকারীরা তাকে আটকে রেখে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল। দীর্ঘ দর-কষাকষির পর ৮ লক্ষ টাকা দিয়ে তিনি মুক্তি পান। তবে অপহরণের ওই ২৪ ঘণ্টার অভিজ্ঞতা আজও তার মনে তীব্র আতঙ্ক সৃষ্টি করছে।

টিম কুকের অবসর, অ্যাপলের পরবর্তী সিইও কে হতে পারেন?

‘ভাবার সময় নিচ্ছি’


সুনীল পাল জানান তাকে একটি জন্মদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই অনুষ্ঠানে কৌতুকশিল্পী হিসেবে তার উপস্থিতির প্রয়োজন ছিল। ৫০ শতাংশ অগ্রিম পেমেন্টও দেওয়া হয়েছিল। কিন্তু বিমানবন্দর থেকে গাড়ি পরিবর্তনের পরেই তার দুঃস্বপ্ন শুরু হয়। তাকে চোখ বেঁধে অন্য একটি জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে অপহরণকারীরা তাকে জানায় যে তাদের কাছে অস্ত্র রয়েছে এবং তার জীবন ঝুঁকিতে। সুনীল বলেন ‘ওরা ৭-৮ জন ছিল, কেউ কেউ মাদকাসক্ত ছিল এবং সবাই খুব চিৎকার করছিল।’

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ধোঁয়াশাঃ ভারত অংশগ্রহণ না করলে আইসিসির কী ক্ষতি হবে?

অপহরণকারীরা ২০ লক্ষ টাকা দাবি করলেও সুনীল জানান তিনি তাদের ৭.৫-৮ লক্ষ টাকা দিতে সক্ষম হন। মুক্তিপণ দেওয়ার পর তাকে দিল্লি-মিরাট রোডে ছেড়ে দেওয়া হয় এবং তাকে ২০ হাজার টাকা দিয়ে বাড়ি ফেরার জন্য সহায়তা করা হয়। সুনীল জানান অপহরণের পর এখনো তিনি আতঙ্কে আছেন এবং পুলিশের কাছে অভিযোগ করার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেননি। তার মতে ‘ওরা আমাকে কোনো হুমকি দেয়নি, তবে বলেছিল পদক্ষেপ নিলে আমার পরিবারের ক্ষতি হবে। তাই এখন ভাবার সময় নিচ্ছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর